খেলা

আইপিএলে এবারও থাকছে উদ্বোধনী অনুষ্ঠান

Ipl opening ceremony

The Truth of Bengal: করোনার পর গতবছর আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল ধুমধাম করে।  গতবছর গুজরাটের মোতারা স্টেডিয়ামে এই অনুষ্ঠানে হাজির ছিলেন একাধিক তারকা। অরিজিৎ  সিং,  তামান্না ভাটিয়া , রশ্মিকারা পারফর্ম করেছিলেন। এ বছরও আইপিএলে উদ্বোধনী অনুষ্ঠান মহাসমারহে হতে চলেছে বলেই গুঞ্জন চলছে। করোনার জন্য বেশ কয়েক বছর আইপিএলের অনুষ্ঠান হয়নি। তবে গত বছর সে অনুষ্ঠান হয়েছে। এ বছর দেশে রয়েছে লোকসভা নির্বাচন।

ভোট থাকার কারণে এই অনুষ্ঠান বিদেশে হওয়ার সম্ভাবনাও রয়েছে। আইপিএলের নিলাম এবার মরু শহর দুবাই হয়েছে। ভোটের কারণে ম্যাচ দেশে না হয়ে বিদেশেও হতে পারে । তবে অনুষ্ঠান কোথায় হবে তা এখনো স্পষ্ট হয়নি। বিদেশে হওয়ার সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞ মহল। সব থেকে বড় বিষয় হলো ছেলেদের এবং মেয়েদের আইপিএলে উদ্বোধনী অনুষ্ঠান থাকছে। যে সংস্থা এই দায়িত্ব পালন করবে তারা দুটি অনুষ্ঠানে আয়োজন করবে বলে জানা গেছে।

আইপিএলের অনুষ্ঠান যেমন দেশবাসী উপভোগ করেন তার পাশাপাশি আইপিএলে যে টুর্নামেন্ট তা উপভোগ করেন দেশবাসী। আইপিএল চলার সময় গোটা দেশের  মানুষ আইপিএল জ্বরে ভুগতে থাকে। ট্রেনে বাসে সর্বত্রই আইপিএল নিয়ে আলোচনা করে। এক কথায় আইপিএল নিয়ে দেশবাসীর মাতামাতি বেশ ভালই থাকে । এবার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ও টুর্নামেন্ট যেখানেই হোক না কেন দেশবাসীর উন্মাদনা যে একটু কমবে না তা বলায় যায়।

Related Articles