
Truth Of Bengal: আইপিএল শুরু হতে আর বেশি দিন বাকি নেই। কাজেই অংশগ্রহণকারী প্রতিটি দলেই এখন চলছে জোর ব্যস্ততা। কলকাতা নাইট রাইডার্স-ও এর ব্যতিক্রম নয়। আগেই নাইট টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর পরই নাইটদের অনুশীলনে যোগ দেবেন জাতীয় দলের খেলোয়াড়রা সহ বাকি সিনিয়র খেলোয়াড়রা।
সেইমতো সোমবার গভীর রাত বিদেশি খেলোয়াড়দের পাশাপাশি স্বদেশি খেলোয়াড়দেরও বেশ কয়েকজন শহরে চলে এলেন। এই তালিকায় রয়েছেন কুইন্টিন ডি কক, রমনদীপ সিং, আনরিচ নোখিয়া এবং দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে।শহরে পৌঁছেই ট্রফি শ্যুটেও অংশ নেন নাইট অধিনায়ক রাহানে। কেকেআর খেলোয়াড়দের শহরে আসার খবর আগে থেকেই চাউর হয়ে যায়। সেইমতো নাইট ভক্তরা জমায়েত হন বিমানবন্দরে। অর্থ্যাৎ, মঙ্গলবার থেকেই শহর জুড়ে কার্যত ঢাকে কাঠি পড়ে গেল ক্রিকেটের মেগা ইভেন্ট আইপিএল-র।