চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হওয়ার পরই ভারতের বিপক্ষে বিস্ফোরক ইনজামাম
Inzamam's explosive performance against India after failing in the Champions Trophy

Truth Of Bengal: চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। যা একেবারেই ভালভাবে নেননি পাক ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি, সে দেশের প্রাক্তন ক্রিকেটাররাও। তাই এবার তারা টার্গেট করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে। বিশ্ব ক্রিকেটে বিসিসিআইএর একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে বাকিদের সরব হওয়ার আহ্বান জানিয়েছেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার ইনজামাম উল হক।
১৯৯৬ সালে আইসিসি পরিচালিত ক্রিকেট বিশ্বকাপের পর দীর্ঘ সময় পাকিস্তানের মাটিতে আর কোনও ক্রিকেট টুর্নামেন্ট হয়নি। ২০২৫ সালে এসে আবার চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসেছে পাকিস্তানের মাটিতে। কিন্তু সেই টুর্নামেন্টে ভারত প্রতিবেশী দেশে না গিয়ে দুবাইতে খেলছে, হাইব্রিড মডেল মেনে। ভারত ছাড়া বাকি সব দেশই পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে। যা একেবারেই ভালভাবে মেনে নেননি ইনজামাম-উল-হক। এবং ভারতের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সরব হয়েছেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ চারে জায়গা পাকা করে ফেলেছে ভারত। ফলে সেই ম্যাচও পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হবে না। আর ভারত যদি ফাইনালেও খেলার ছাড়পত্র পায়, সেক্ষেত্রেও বঞ্চিত হবে পাকিস্তান। যা একেবারেই ভাল মনে নেননি প্রাক্তন পাক অধিনায়ক।
সংবাদ মাধ্যমের কাছে এক সাক্ষাৎকারে ইনজামাম বলেন, ‘আইসিসি-র কোনও টুর্নামেন্টের কথা ছেড়েই দিন। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা টি-টোয়েন্টি লিগ আইপিএল-এ অংশগ্রহণ করেন বিশ্বের অনেক ক্রিকেট দেশের নামি খেলোয়াড়রা। একমাত্র পাকিস্তান ক্রিকেটারদের এই লিগে খেলার অনুমতি দেয় না বিসিসিআই। এছাড়া ভারতীয় ক্রিকেটাররা বিশ্বের যে কোনও লিগ খেলতে গেলে তাঁদের অনুমতি দেয় না সে দেশের ক্রিকেট বোর্ড। তাই এবার বিশ্বের সব দেশের উচিত ভারতীয় ক্রিকেট বোর্ডকে বুঝিয়ে দেওয়া উচিত তাঁদের দেশের ক্রিকেটারদের যদি অন্য কোনও লিগ খেলতে না দেওয়া হয়, তাহলে সবাই যেন জোটবদ্ধভাবে বিসিসিআই-র প্রতি কড়া পদক্ষেপ গ্রহণ করে।’
উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটারদের বিশ্বের যে কোনও লিগ খেলতে গেলে অবসরের পরই তাঁদের সেই অনুমতি দেবে বিসিসিআই। ব্যতিক্রম একমাত্র কাউন্টি ক্রিকেট খেলার ব্যাপারে। বিসিসিআই-র এই একচ্ছত্র আধিপত্যকেই এবার খণ্ডন করার জন্য আহ্বান ইনজামাম-এর।
প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা বড় আয়ের অংশই হচ্ছে আইপিএল। এ ক্ষেত্রে বিদেশি ক্রিকেটাররা যদি আইপিএল-এ না খেলেন, তাহলে তার আকর্ষণ অনেকটাই কমে যাবে। এবং যার প্রভাব পড়তে বাধ্য বোর্ডের কোষাগারেও। সম্ভবত সেই কারণেই আইপিএল এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বাকি দেশদের নিয়ে জোটবদ্ধ লড়াইয়ের আহ্বান প্রাক্তন পাক ক্রিকেটার দিয়েছেন বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।