সিরিএ-তে জয়ে নাপোলির সঙ্গে ব্যবধান কমাল ইন্টার
Inter closed the gap with Napoli in victory in Serie A

Truth Of Bengal: সিরিএ-তে জয় পেল ইন্টার মিলান। সান সিরিও-তে মিলানের ক্লাবটি ৩-১ গোলে হারাল পারমাকে। ম্যাচের প্রথমার্ধের শেষ লগ্নে এসে ইন্টারকে প্রথম এগিয়ে দেন ফেড্রিকো ডিমারকো। এরপর এই অর্ধে আর গোল করতে পারেনি কোনও পক্ষই।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর পরই আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে ইন্টার। তারই ফলস্বরূপ ৫৩ মিনিটে দ্বিতীয় গোল পেয়ে মিলানের ক্লাবটি। এবার গোল করলেন নিকোলো বারেলা। এর মিনিট দশেক বাদে আবার গোল ইন্টারকে এগিয়ে দেন মার্কাস থুরাম।
তবে ম্যাচের ৮১ মিনেটের মাথায় ইন্টারের খেলোয়াড় মাতেয়ো আত্মঘাতী গোল করে ব্যবধান কমান। এই ম্যাচ থেকে জয় পেয়ে সিরি-এর পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকলেও দ্বিতীয় স্থানে থাকা নাপোলির সঙ্গে অনেকটাই ব্যবধান কমিয়ে নিল ইন্টার মিলান।
পারমাকে হারানোর সঙ্গে সঙ্গে ইন্টারের পয়েন্ট হল ১০ ম্যাচে ৩১। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আটলান্টা। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ৩৪ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা নাপোলির সংগ্রহ ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট।
সিরিএ-তে ইন্টারের পরবর্তী ম্যাচে আগামী ১৭ ডিসেম্বর। সেই ম্যাচে ইন্টারের প্রতিপক্ষ লাইজো। অবশ্য তার আগে নাপোলির ম্যাচ রয়েছে এই লাইজোর বিপক্ষেই। সেই ম্যাচে জিতলে আবার ইন্টারের সঙ্গে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নিতে পারবে নাপোলি।