খেলা

ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা বোর্ডের, নতুন উইকেটকিপার দলে

England series

The Truth of Bengal: আফগানিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ চলছে। তার মাঝেই এবার বিসিসিআই এর পক্ষ থেকে ঘোষণা করা হলো ইংল্যান্ড সিরিজের দল। আফগানিস্তান সিরিজে যে যে খেলোয়াড় কে দেখা যাচ্ছে তাদের অধিকাংশই রয়েছেন এই সিরিজে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পরপরই শুরু হবে  ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ। রোহিত শর্মা বিরাট কোহলি সহ একাধিক খেলোয়াড় রয়েছেন এই ইংল্যান্ডের বিপক্ষ সিরিজে,  নেই শুধুমাত্র ঈশান কিশান । বেশ কিছুদিন ধরে জল্পনা চলছে ঈশানের সঙ্গে বোর্ডের সম্পর্কের অবনতি হয়েছে। সে কারণেই কি ঈশানকে দলে রাখা হলো না ?গুঞ্জন রয়েছে এ বিষয়ে ,তবে বিসিসিআই থেকে কিছু বলা হয়নি।দ: আফ্রিকার বিপক্ষে  সিরিজে ছেড়ে দেওয়া হয়েছিল ঈশান কে ।

তার পর থেকে আর দলে  রাখা হলো না । ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স কে বেশ গুরুত্ব দিয়েছে বোর্ড । সেই সব বিচার করে এই দল ঘোষণা হয়েছে । সেকারণে উত্তর প্রদেশের ধ্রুব জুরেলকে রাখা হয়েছে দলে । প্রথম দু – তিনটে সিরিজে নেই বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি মহহ্মদ শামি। বিশ্বকাপের পর থেকে কোনো ম্যাচেই আর অংশগ্রহণ করছেন না তিনি। দ: আফ্রিকার বিরুদ্ধে ছিলেন না, আফগানিস্তানের বিপক্ষে নেই । ইংল্যান্ডের বিপক্ষে দু – তিনটে ম্যাচে পাওয়া যাবে না।

দলে রাখা হয়েছে শ্রেয়স আইয়ার কে তিনি দ: আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলে এসে অবসর যাপন করেননি। রঞ্জিতে মনোনিবেশ করেছিলেন , সেকারণে তার উপর খুশি নির্বাচকেরা। তাই তাকে রাখা হয়েছে। দ: আফ্রিকার বিরুদ্ধে ভালো না খেললেও ধারাবাহিকতাকে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম অভিযান ২৫ জানুয়ারি হায়দরাবাদে। এর পরের চারটি টেস্ট খেলবে ২ ফেব্রুয়ারি থেকে৬ ফেব্রুয়ারি বিশাখাপত্তনম, তার পর রাজকোট,  রাঁচী এবং ধরমশালা। বছরের শুরুটা বেশ ভালো করেছে টিম ইন্ডিয়া, দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করে টিম ইন্ডিয়া।

Related Articles