খেলা

ব্যাট হাতে ভারতের নতুন রাজা যশস্বী

India's new king with the bat is Yashasvi

Truth Of Bengal: বয়স মাত্র ২২ বছর। এই কম বয়সে ক্রিকেট ব্যাট হাতে পার্থের পিচে যেভাবে অজি ব্যাটারদের সামনে বুক চিতিয়ে লড়াই করলেন, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। তরুণ এই ভারতীয় ক্রিকেটারের নাম যশস্বী জয়সওয়াল। নিজেদের দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বোলাররা যে সব সময়ই ভয়ঙ্কর, এই তথ্য সকলেরই জানা। কাজেই তাঁদের বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করাটা হচ্ছে আরও কঠিন। কিন্তু শনিবার দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ক্রিজে এসে যশস্বী বুঝিয়ে দিয়েছিলেন, প্রথম ইনিংসের ব্যর্থতা কাটিয়েই তিনি এবার মাঠে নেমেছেন।

সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে থাকা যশস্বী রবিবার শতরান পূর্ণ করার পাশাপাশি থামলেন ১৫০ রানের দূরন্ত ইনিংসে। তাঁর ইনিংস গড়ার সঙ্গে সঙ্গেই মেন-ইন-ব্লুজদের হয়ে যশস্বী গড়লেন একাধিক নজির। পার্থের মাঠে তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ১৫০ রানের গণ্ডি পার করলেন।

পাশাপাশি বর্ডার-গাভাসকর ট্রফিতে জীবনের প্রথম ম্যাচে তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির খাতায় নাম তুলে ফেললেন যশস্বী। ভেঙে দিলেন প্রাক্তন কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকরের করা ১১৩ রানের রেকর্ডটিও। এর পাশাপাশি কেএল রাহুলের সঙ্গে ওপেনিং জুটিতে ২০১ রান গড়ে পিছনে ফেলে দিলেন সুনীল গাভাসকর ও কৃষ্ণমাচারী শ্রীকান্তের গড়া ১৯১ রানের জুটি।

এখানেই থেমে থাকলেন না ভারতের নতুন কিং। পার্থের মাঠে লিটল মাস্টারের করা ১২৭ রানের ইনিংসকেই ছাপিয়ে গেলেন তরুণ হিরো যশস্বী। এছাড়া এতদিন অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করে নিজের নাম নথিভুক্ত করে ফেললেন যশস্বী।

এছাড়া পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ১৫০ রান পূর্ণ করার তালিকাতেও প্রবেশ করলেন। এই তালিকায় রয়েছেন সুনীল গাভাসকর, রবি শাস্ত্রী, বীরেন্দ্রর সেওয়াগ এবং ভিভিএস লক্ষ্মণ।

সুতরাং তাঁকে ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে প্রশংসার বন্যায় ভাসতে শুরু করেছেন যশস্বী। অনবদ্য ইনিংস উপহার দেওয়ার জন্য প্রশংসা কুড়িয়েছেন তিনি। মাঠেই যশস্বীর এই ইনিংসের সাক্ষি ছিলেন বিরাট কোহলি। যশস্বীর অনবদ্য ইনিংস খেলার পরই প্যাভেলিয়নে ফেরার সময় যশস্বীকে আলিঙ্গন করতে ছাড়েননি বিরাট কোহলি। যশস্বী অনবদ্য ইনিংস দেখে আপ্লুত ভারতের নং ওয়ান কিং বিরাট। এবার তাঁরই সঙ্গে ২২ গজে ভারতের দ্বিতীয় কিং হিসেবে উঠে এলেন যশস্বী জয়সওয়াল নামক এক তরুণ ক্রিকেটার।

Related Articles