লাহোরে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে বাজল ভারতের জাতীয় সঙ্গীত
India's national anthem was played during the Australia-England match in Lahore

Truth of Bangla: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে পাকিস্তানের। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের অনেক আগে থেকেই নানা বিতর্কে জেরবার হয়ে হয়ে উঠেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবার দেখা দিল আবার নতুন বিতর্ক। শনিবার যা নিয়ে শোরগোল পড়েছে সর্বত্র। কি সেই বিতর্ক জানলে অবাক হবেন সকলেই।
শনিবার লাহোরে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। ম্যাচ শুরুর আগে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। কিন্তু আচমকাই এই ম্যাচে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের পরিবর্তে বেজে উঠল ভারতের জাতীয় সঙ্গীত।
Today In #ENGvsAUS Game In CT 2025 In Gaddafi Stadium, Lahore, Indian National Anthem[Jana Gana Mana ..] Was Played Instead Of Australian National Anthem.#CT2025#ChampionsTrophy2025#AUSvsENG pic.twitter.com/iVMmqcTbkg
— Rajdeep (@ImRajdeep_) February 22, 2025
এরপরই টনক নড়ে আয়োজক সংস্থার কর্তাদের। তাঁরা সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দেন। তবে নিজেদের দেশের জাতীয় সঙ্গীতের পরিবর্তে ভারতের জাতীয় সঙ্গীত বাজতে দেখে বেশ অবাক হন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও।
প্রসঙ্গত, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত কোনও ম্যাচই পাকিস্তানের মাঠে খেলবে না। টিম ইন্ডিয়ার সব ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাইয়ের মাঠে। তা সত্ত্বেও কেন লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচে অজিদের জাতীয় সঙ্গীতের পরিবর্তে ভারতের জাতীয় সঙ্গীত বাজানো হল তা নিয়েই এখন বিশ্ব ক্রিকেট মহলে হাসির খোরাক হয়ে উঠল পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা।