ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করবে ভারতের সহকারী রেফারি
India's assistant referee will participate in the FIFA World Cup

The Truth of Bengal: চলতি বছরে ডমিনিক রিপাবলিকে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব ১৭ মহিলাদের ফুটবল বিশ্বকাপ। আর সেখানে সহকারী রেফারি হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতের রিওহলং ধর । রিওহলং এর আগে অবশ্য উভেনা ফার্নান্দেস ২০১৬ সালে মহিলা বিশ্বকাপের দায়িত্বে ছিলেন। আর এবার সুযোগ পেলেন আরো এক ভারতীয়।
৩৪ বছর বয়সী মেঘালয়ের রিওহলং এই সুযোগের পর বলেছেন , “বিশ্বকাপের জন্য আমাকে নিয়োগ করা একটি বড় সম্মানের বিষয়। ফিফার প্রত্যাশা পূরণ করতে আমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। ভারতের প্রতিনিধি হিসেবে আমি সেখানে থাকব বলেও মনে রাখব ।” ১০ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এবারের মহিলাদের বিশ্বকাপ । রিওহলং ধর মেঘালয় পুলিশ বিভাগে এই মুহূর্তে কর্মরত।
তবে মেঘালয় পুলিশ বিভাগ থেকে সরাসরি এই পর্যায়ে পৌঁছানোর বিষয়ে তিনি জানিয়েছেন যদি এআইএফএফ তাকে সাহায্য না করত তাহলে তার পক্ষে সম্ভব হতো না ফিফার মত এত বড় মঞ্চে গিয়ে সহকারি রেফারির দায়িত্ব পালন করা। তাঁর সুযোগ পাওয়ার বিষয়ে AIFF-এর ভারপ্রাপ্ত মহাসচিব, এম সত্যনারায়ণ, বলেছেন, রিওহলাং অনূর্ধ্ব 17 মহিলা বিশ্বকাপের ম্যাচ পরিচালনার কাজে রয়েছেন যা সকলের জন্য স্বাধীনতা দিবসের উপহারের মতো। সম্প্রতি, এ আই এফ এফ রেফারিদের উন্নয়নে মনোযোগ দিতে শুরু করেছে । রিওহলং ধর মনোনয়নে দেশের উন্নতির ছবিটাও স্পষ্ট বলে মনে করছেন এম সত্যনারায়ণ।