
The Truth of Bengal: সুপার সান্ডে’ বললে অত্যুক্তি হয়না কারণ প্যারিস অলিম্পিক্সে প্রথম পদক এলো ভারতের ঝুলিতে। সেই পদক পেলেন মনু ভাকের । রবিবারের দুপুরটা তাই কোথাও গিয়ে সুপার সান্ডে হয়ে গেল । ১১৭ জন প্রতিযোগির প্রতি দেশবাসীর যে ভরসা রয়েছে সেই ভরসা যে পূরণ হতে চলেছে তা প্রমাণ করলেন ১৯ বছরের মনুভাকের । জয়লাভ করলেন ব্রোঞ্জ পদক। সামান্য একটুর জন্য রৌপ পদক হাতছাড়া হলো তাঁর। ০.১ পয়েন্টে পিছিয়ে ছিলেন দক্ষিণ কোরিয়ার দুই প্রতিযোগির থেকে । সে কারণে রৌপ পদক হাতছাড়া হল । যদিও চতুর্থ স্থানে থাকা চিনের প্রতিযোগীকে হারিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করেন মনু । মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল পদক জয় করলেন তিনি ।
২০২৪ অলিম্পিক্সে মঞ্চে প্রথম কোন ভারতীয় শুটার পদক জয় করলেন । পদক জয় করে উচ্ছ্বসিত মনু জানিয়েছেন , নিজের কর্মের প্রতি তিনি ভরসা রেখেছিলেন সবকিছু ভুলে কঠিন পরিশ্রম করেছেন। তার ফলেই পদক লাভ। আর পরিশ্রমে ভারতের ঘরে এলো প্রথম পদক।