
Truth Of Bengal: পার্থের ২২ গজে টিম ইন্ডিয়ার কাছে ধরাশায়ী হল অস্ট্রেলিয়া। যশপ্রীত বুমরার নেতৃত্বে ভারত জয়লাভ করল ২৯৫ রানে। প্রথম ইনিংসে ৪৬ রানে এগিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি এবং কেএল রাহুলের অনবদ্য ব্যটিংয়ে ভর করেই ৫৩৩ রানের টার্গেট অজিদের সামনে খাড়া করে বুমরা ব্রিগেড। বিরাট ও যশস্বী দুজনেই নিজেদের শতরান পূর্ণ করেন। যশস্বী ১৬১ রানে আউট হলেও বিরাট অপরাজিত থাকেন ১০০ রানে। এছাড়া ব্যাট হাতে দীর্ঘদিন বাদে দূরন্ত ছন্দে দেখা গেল আর এক ভারতীয় ব্যাটসম্যান কেএল রাহুলকে। ৭৭ রান করলেন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে টিম অস্ট্রেলিয়া। তৃতীয় দিনেই অজি শিবের আতঙ্কের বাতাবরণ সৃষ্টি করেন ভারতীয় বোলাররা। দলের নেতৃত্বের পাশাপাশি বল হাতেও ভারতীয় বোলিং লাইন আপকে দূরন্ত নেতৃত্ব দিতে দেখা যশপ্রীত বুমরাকে। ভারতীয় বোলিং লাইন আপের এই দূরন্ত পারফরম্যান্সে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ল অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ।
দুই ইনিংস মিলিয়ে আটটি উইকেট ঝুলিতে পুড়লেন বুমরা। তাঁকে যোগ্য সহায়তা করলেন, মহম্মদ সিরাজ, হর্ষিত রানারা। অস্ট্রেলিয়ার হয়ে কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেন ট্রাভিস হেড, মিচেল মার্শ ও অ্যালেক্স ক্যারি। কিন্তু তাঁদের সেই লড়াই কাজে লাগল না। একদিন বাকি থাকতেই সিরিজের প্রথম ম্যাচে জয় হাসিল করে নিল মেন-ইন-ব্লুজ ব্রিগেড।