অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া,
India vs Australia in U-19 World Cup Final,

The Truth Of Bengal: ফের মুখোমুখি ভারত অস্ট্রেলিয়া। এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত বনাম অস্ট্রেলিয়া । প্রথম সেমিফাইনাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত । দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়া পাকিস্তানকে পরাজিত করে ওঠে ফাইনালে। ভারত – অস্ট্রেলিয়ার দল ১১ ফেব্রুয়ারি বিশ্বকাপ ট্রফির জন্য একে অপরের মুখোমুখি হবে।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে এবার মুখোমুখি হতে চলেছে ভারত অস্ট্রেলিয়া। ১১ ফেব্রুয়ারি হতে চলেছে সেই মেগা ম্যাচ । প্রথম সেমিফাইনালে ভারত মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকার। সেই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ২৪৪ রান করে দক্ষিণ আফ্রিকা। পাল্টা দেয় ভারত। ভারত ব্যাটিং করতে নেমে ৪৮.৫ ওভারে আট উইকেট হারিয়ে ২৪৮ রান তুলে নিয়ে ম্যাচ জেতে ভারত । আর দ্বিতীয় সেমিফাইনাল ছিল পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে । পাকিস্তানকে এক উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া । অর্থাৎ অস্ট্রেলিয়া উঠল ফাইনালে। ওডিআই বিশ্বকাপের সময় ভাবা হয়েছিল ফাইনাল হবে ভারত পাকিস্তানের মধ্যে তা হয়নি । অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের এই সেমিফাইনালের পর ভাবা হয়েছিল এবার ভারত পাকিস্তান মুখোমুখি হবে। সে স্বপ্ন অধরাই রয়ে গেল , সেমিফাইনালে উঠলেও পাকিস্তান অস্ট্রেলিয়া কে আর হারাতে পারেনি। ফলত ফাইনাল ম্যাচ হবে ভারত অস্ট্রেলিয়ার মধ্যে।
এর আগে ছ’বার ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া তার মধ্যে তিনবার ট্রফি জিতেছে তারা। এর আগে ২০১২ এবং ২০১৮ সালে ভারত অস্ট্রেলিয়াকে পরাজিত করেছিল । এবার কি হবে তা স্পষ্ট নয় তবে দেশকে যারা ফাইনালে তুলেছেন উদয় সাহারান সচিন ধাস এই দুই তরুণ খেলোয়াড়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশবাসী।এর আগে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ এবং ওডিআই বিশ্বকাপ ফাইনালে ভারতীয় সিনিয়র টিম হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে । আর এবার কি হবে জানার জন্য রবিবাসরীয় সেই ম্যাচের দিকে নজর রয়েছে প্রত্যেক দেশবাসীর।