পারিবারিক কারণে দেশে ফিরছেন গৌতি
India team's head coach Gautam Gambhir is returning to india from Australia

Truth Of Bengal: পারথে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করেছে টিম ইন্ডিয়া। মাঝে এখন বেশ কয়েকদিন বিরতি। তবে তারই মাঝে অনুশীলন ম্যাচে নিজেদের আরও ঝালিয়ে নিতে ব্যস্ত থাকবেন রোহিত-বুমরারা। সংবাদসংস্থা সূত্রে খবর, এরই মাঝে নাকি অস্ট্রেলিয়া ছেড়ে দেশে ফিরে আসছেন দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। পারিবারিক কারণেই তিনি ভারতে ফিরে আসছেন বলে জানা গিয়েছে। তবে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট শুরুর আগেই আবার তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলেও জানা গিয়েছে।
প্রসঙ্গত, পারথে টেস্ট জিতে বুধবারই প্রস্তুতি ম্যাচ খেলতে ক্যানবেরা পৌঁছবে ভারতীয় দল। এবং শনিবার থেকেই ক্যানবেরাতে প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবে মেন-ইন-ব্লুজ ব্রিগেড।
এদিকে পারথ টেস্ট চলার মাঝেই অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন দলনায়ক রোহিত শর্মা। অস্ট্রেলিয়া পৌঁছে অনুশীলনেও নেমে পড়েছেন হিটম্যান। কাজেই দ্বিতীয় টেস্টে তাঁকে দলে রেখেই দল সাজাতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। সূত্রের খবর, চোট সারিয়ে ফিরতে পারেন শুভমন গিলও। সেক্ষেত্রে ভারতীয় দলের ব্যাটিং লাইন আপেও পরিবর্তন ঘটবে এমনটাই স্বাভাবিক।
রোহিত ও শুভমন দলে ফিরলে কোপ পড়ার সম্ভাবনা প্রবল দেবদূত পাড়িক্কলের ওপর। এছাড়া কোপ পড়তে পারে ধ্রুব জুড়েলের ওপরও।
প্রসঙ্গত, আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্সশিপে খেলার যোগত্যা অর্জন করতে গেলে ভারতকে পাঁচ টেস্টের এই সিরিজে অন্তত তিনটি ম্যাচ জিততেই হবে। পারথে প্রথম টেস্ট জয়ের ফলে ইতিমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছেন টিম ইন্ডিয়া। এখন দেখা যাক অ্যাডিলেডের পিঙ্ক বলের টেস্টে কি হয়, তা অবশ্য সময়ই বলবে।