ভারত পাকিস্তান ম্যাচ ভেস্তে যাবে বৃষ্টিতে !
India Pakistan match will be ruined by rain!

The Truth Of Bengal: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা । তারপরেই মুখোমুখি হতে চলেছে চির প্রতিদ্বন্দ্বী দুই দল ভারত পাকিস্তান। গোটা দেশ প্রস্তুত এই ম্যাচ দেখার জন্য। তার মাঝে চিন্তা অবশ্যই একটি রয়েছে , তা হল ভারত পাকিস্তান ম্যাচের সময় স্থানীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
যদি বৃষ্টি হয় ম্যাচে প্রভাব পড়তে পারে। এমনকি ভেস্তে যেতে পারে ম্যাচ । সংশয় তৈরি হয়েছে একটা। রয়েছে আশঙ্কা। স্থানীয় সময় অনুযায়ী নিউইয়র্কে সকাল ১০:৩০ এ ম্যাচ শুরু হবে আর ভারতীয় সময় অনুযায়ী রাত আটটায় শুরু হতে চলেছে এই ম্যাচ । যখন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রির আশপাশে থাকবে। আকাশ মেঘলা এমনকি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে । আর যদি বৃষ্টি হয় তাহলে ওভার কমে যাবে।
নাস্উ কাউন্টি গ্রাউন্ডের পিচ নিয়ে এর আগে আশঙ্কা প্রকাশ করেছে রোহিত । না শুধু রোহিত একা নয় রাহুল দ্রাবিড় থেকে টিম ইন্ডিয়ার একাধিক খেলোয়াড় এ বিষয়ে বলেছে। তবে আজ যে দলই টসে জিতবে না কেন সে দলই চাইবে রান তাড়া করতে । তার মাঝে বৃষ্টির আপডেটের দিকে নজর রয়েছে সেই সব সমর্থকদের যারা স্টেডিয়াম থেকে খেলা দেখবে । ভারত পাকিস্তান ম্যাচ মানেই যেন একটা উৎসব। উৎসবে থেকে বড় আর কিছু হয়ই না। যা দেখার জন্য উপভোগ করার জন্য আমজনতা উপভোগ করে থাকে সেখানে বৃষ্টি কি অসুর হয়ে দাঁড়াবে প্রশ্ন সেটাই। যেন না হয় সেদিকেই নজর রাখছে সমর্থকেরা।