উজবেকিস্তানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করেও হারল ভারত !
India lost against Uzbekistan despite a hard fight!

The Truth Of Bengal : অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত জিততে পারেনি, এবার দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ও গোল হজম করতে হয়েছে ভারতকে। ৩ -০ গোলে এগিয়ে যায় উজবেকিস্তান। ফিফা ক্রম তালিকার ৬৮ তম স্থানে থাকা উজবেকিস্তানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করেও হারতে হয়েছে সুনীলদেরকে।
এফসি এশিয়ান কাপে ভারত অস্ট্রেলিয়ার পর এবার হারল উজবেকিস্তানের কাছে। হাড্ডাহাড্ডি লড়াই করলেও হারতে হয়েছে ভারতকে। ভারতীয় টিম নিজেদের মতো করে চেষ্টা করলেও জিততে পারেনি। এএফসি এশিয়ান কাপ ভারত শুরু করেছিল হার দিয়ে। উজ়বেকিস্তানও ফিফা ক্রমতালিকায় ভারতের চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে । ভারত রয়েছে ১০২ নম্বরে। উজ়বেকিস্তান ৬৮ তম স্থানে। এর আগের ম্যাচে অস্ট্রেলিয়ার মতো শক্তপোক্ত এক প্রতিপক্ষ ছিল ভারতের বিপক্ষে। গোল তো করতেই পারেনি ভারত উপরন্ত গোল যে করেছে উজবেকিস্তান তা আটকাতেও পারেনি। মরিয়া চেষ্টা করলেও হারতে হয়েছে।
সুনীলরা চেষ্টা করেছে তবে শেষ পর্যন্ত জিততে আর পারেনি। আহমেদ বিন আলি স্টেডিয়ামে সুনীল ছেত্রী সন্দেশ জিঙ্ঘানদের মধ্যে সেই জয়ের জন্য সেই মরিয়া মনোভাব দেখাই গেল না বলে অনেকে বলছেন । প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ০- ২ গোলে হারতে হয়েছিল ভারতকে। আর এই ম্যাচে ০-৩ গোলে হারতে হয়েছে । এখানে কোচ টিম সাজিয়েছিলেন ৪-৩-৩। ৯৩ আন্তর্জাতিক গোলের দাবিদার সুনীল এখনো এএফসি কাপে গোল করতে পারেনি । এটাই তার শেষ এশিয়ান কাপ । ৭২ মিনিটে তাকে তুলে নিয়েছিল কোচ।
Free Access