
Truth Of Bengal: মহিলাদের অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে পৌঁছল ভারত। সেমিফাইনালে ভারতের প্রমীলা বাহিনী ৪ উইকেটে হারাল প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাকে। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ মাত্র ৯৮ রান। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়কা নানুদি নানায়াকারা।
জবাবে ব্যাট করতে নেমে ১৪.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতের মহিলারা। মেন-ইন-ব্লুজদের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন গনগাদি তৃষা।
বল হাতে এই ম্যাচে একাই চারটে উইকেট ঝুলিতে পোড়েন আয়ুশি শুক্লা। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি।
এদিকে অন্য অপর একটি সেমিফাইনালে নেপালকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে এই ম্যাচ অনুষ্ঠিত হয় ১১ ওভারে। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে নেপালের সংগ্রহ মাত্র ৫৪ রান।
জবাবে ব্যাট করতে নেমে ৯.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলাদেশ। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ফাহমিদ। তিনি ব্যাট হাতে অপরাজিত ২৬ রানের পাশাপাশি ১৪ রানের বিনিময়ে ১ উইকেট দখল করেছেন। ফাইনাল ম্যাচে আগামী সোমবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।