খেলা

দুবাইতে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতই ফেভারিট : গাভাসকর

India favourites to face Australia in Dubai semi-final: Gavaskar

Truth Of Bengal: চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুরন্ত ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। গ্রুপের তিনটি ম্যাচেই জয় পেয়ে শেষ চারে খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছে রোহিত ব্রিগেড। মঙ্গলবার প্রথম সেমিফাইনালে ভারত খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এর আগে নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনালে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার কাছে দুরমুশ হতে হয়েছে ভারতকে। এমনকি সদ্য শেষ হওয়া বর্ডার-গাভাসকর ট্রফিতেও অস্ট্রেলিয়ার কাছে হারতে মেন-ইন-ব্লুজদের। কিন্তু এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকেই দুবাইয়ের মাঠে ফেভারিট বলছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার সুনীল গাভাসকর।

এই ম্যাচের আগে সংবাদমাধ্যমের কাছে সানি জানান, ‘দুবাইয়ের পিচে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের স্পিনাররা দুরন্ত সুবিধা আদায় করে নিয়েছেন। এটা অস্ট্রেলিয়া ম্যাচের ভারতের কাছে বিশেষ অ্যাডভান্টেজ। ভারতের বিপক্ষে এই হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হওয়ার আগে অস্ট্রেলিয়া দলে প্যাট কামিন্স, হ্যাজালউড, মিচেল স্টার্কের না থাকাটা ওদের কাছে একটা বিরাট বড় ধাক্কা। আমি আশা করি ভারতীয় দল এই সুযোগটাই পুরোপুরি কাজে লাগাতে পারবে।’

ভারতীয় দলের ব্যাটিং লাইনআপ নিয়ে মন্তব্য করতে গিয়ে গাভাসকর বলেন, ‘ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী। এবং ব্যাটাররাও ছন্দে রয়েছেন। এবং রান তাড়া করে জেতার ক্ষমতাও রয়েছে তাঁদের। সুতরাং সব দিক থেকেই অস্ট্রেলিয়ার থেকে এই ভারতীয় দল অনেকটাই এগিয়ে।’

Related Articles