ভারত-ইংল্যান্ড সেমিফাইনালে ভিলেন আবহাওয়া? ভেস্তে যেতে পারে ম্যাচ
India-England semi-final villain weather? The match may collapse

The Truth of Bengal: ২০২২ সালের পর ২০২৪ সাল। দু বছরের মাথায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ফের ভারত ও ইংল্যান্ড। ২০২২ এ পরাজিত হতে হয়েছিল ভারতকে। ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছিল রোহিতদের। এ বারের বিশ্বকাপে সেই ম্যাচের বদলা নেওয়ার সুযোগ টিম ইন্ডিয়ার সামনে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড।
ফলে যথেষ্ট সমিহ করতে হচ্ছে ইংরেজদের। ইংল্যান্ড দলে আইপিএলে খেলা একাধিক ক্রিকেটার রয়েছেন। অসি বাহিনীকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের পর আত্মবিশ্বাসী ভারতীয় দলও। আগামী বৃহস্পতিবার সেমিফাইনাল ম্যাচ। তবে ভাবাচ্ছে আমেরিকার আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে জানান দিচ্ছে ঐদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রশ্ন উঠছে, যদি বৃষ্টি হয় সেমিফাইনাল ম্যাচ হবে তো? আমেরিকার স্টেডিয়ামে দ্রুত মাঠ শুকানোর ব্যবস্থা তেমন নেই। তাই চিন্তায় রেখেছে দু’দলকেই।
২৭ জুন ভারতীয় সময় রাত ৮টায় ভারত ও ইংল্যান্ডের মধ্যে ম্যাচটি হওয়ার কথা। গায়ানা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ওইদিন ৮৮ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে মাঠে খেলা, সেখানকার নিকাশি ব্যবস্থাও খুব ভাল নয়। আর যদি ম্যাচের আগে ভারী বৃষ্টি হয়, তা হলে আউটফিল্ড ভিজবে। ম্যাচের সময় বৃষ্টি হলে তো খেলাই সম্ভব নয়। ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।