খেলা

নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের

India beat New Zealand to win Champions Trophy

Truth Of Bengal : রবিবার দুবাইয়ের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হল টিম ইন্ডিয়া। প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে জয় ছিনিয়ে নিলেন রোহিত-শ্রেয়স-বরুণ-শামিরা। এই ম্যাচে কিউয়িদের হারিয়ে গত বছর সিরিজ হারের বদলার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হারের বদলাও আর একবার নিয়ে নিল ভারত। এই ম্যাচে ব্যাট হাতে অনবদ্য খেললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। হিটম্যানের চোখ ধাঁধানো ইনিংস মনে ক্রিকেটপ্রেমীদের মনে গাঁথা থাকবে।
ফাইনাল ম্যাচের শুরুতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্দান্ত নিয়েছিলেন কিউয়ি অধিনায়ক সান্টনার। কিন্তু শুরুটা ভাল করলেও তা বেশিক্ষণ স্থায়ী করতে পারেননি নিউজিল্যান্ডের দুই ওপেনার। তবে নিউজিল্যান্ডের হয়ে ঠিক সময়ে জ্বলে উঠলেন ড্যারি মিচেল। তাঁর ৬৩, ব্রেসওয়েল ৫৩ এবং ফিলিপসের ৩৪ রানের জবাবে নিউজিল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২৫১।
এরপর মরু শহরে উঠল রোহিত ঝড়। একের এর এক বলে নিজের সেরা শটগুলি নিয়ে রোহিত বুঝিয়ে দিলেন আজকের দিনটা ছিল তাঁরই। তবে শতরান পূর্ণ করতে না পারলেও ৭৬ রান এল তাঁর ব্যাট থেকে। তবে রোহিতের জ্বলে ওঠার দিনই ব্যর্থ বিরাট। রান পেলেন শুভমন শ্রেয়স ও অক্ষর। তবে এঁদের পর ভারতের জয়ে নিশ্চিত করে দেন রাহুল-জাড্ডু জুটি। ভারত জিতল ৪ উইকেটে। ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে নাইরোবিতে ২৫ বছর আগের হারের জ্বালা মিটিয়ে নিল রোহিত ব্রিগেড।

Related Articles