বড় ধাক্কায় RCB, নাম প্রত্যাহার করলেন হিথার নাইট….
In a big shock, RCB withdrew the name of Heather Knight.

The Truth Of Bengal: শুরু হতে চলেছে WPL এর দ্বিতীয় মরশুম। ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবারের WPL। টুর্নামেন্ট শুরুর আগেই বেশ চাপে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নাম প্রত্যাহার করে নিলেন দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার। নিজের নাম তুলে নিলেন হিথার নাইট। তাঁর বদলে দলে নেওয়া হয়েছে নাদিন ডি ক্লার্ককে ।
হাতে আর কিছুদিন বাকি রয়েছে তারপর হতে চলেছে WPL। সব দল একেবারে প্রস্তুতি নিচ্ছে চূড়ান্ত পর্যায়ে । প্রস্তুতি সারছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর । এই টুর্নামেন্টে একে অপরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে এবং প্রতিপক্ষকে হারানোর জন্য নানা রকম রণকৌশল যখন সাজানো হচ্ছে সেই মুহূর্তে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরে বেশ চাপে পরলো । নতুন সমস্যা এসে হাজির হলো ডব্লু পি এল টুর্নামেন্ট শুরু হওয়ার কিছুদিন আগেই। WPL থেকে নিজের নাম তুলে নিলেন হিথার নাইট। গুরুত্বপূর্ণ একজন অলরাউন্ডার এভাবে সরে যাওয়াই খেলাতে তার প্রভাব পড়বে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে হতে চলেছে এই টুর্নামেন্ট । আর একটা রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না উইমেন্স প্রিমিয়ার লিগ। এবার দুটো রাজ্য বেড়েছে। তার মাঝেই এবার নাম প্রত্যাহার করে নিলেন এই দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার। আইপিএল এর মত ডাব্লুপিএলেও বেশ গুরুত্বপূর্ণ খেলোয়াড়দেরকে দলে রাখা হয়েছিল। দ্বিতীয় WPL এ দল খেলবে স্মৃতি মান্ধানার নেতৃত্বে। প্রথম পর্ব হবে বেঙ্গালুরুতে আর দ্বিতীয় পর্ব হবে দিল্লিতে। হিথার এর জায়গায় রাখা হবে নাদিন ডি ক্লার্ককে । তবে হিথারের জায়গা পূরণ হবে কিনা তা নিয়ে বেশ ধোঁয়াশা রয়েছে ।
Free Access