খেলা

বইমেলায় আইএফএ-র স্টল

IFA stall at the book fair

Truth Of Bengal : সব খেলার বাঙালির তুমি ফুটবল। সেই বাংলার ফুটবলের সোনালী অধ্যায় বা নানারকম অজানা ঘটনা জানতে চান? তাহলে চলে আসুন কলকাতা আন্তর্জাতিক বইমেলার ২৭৬ নম্বর স্টলে। এবারই প্রথম বইমেলায় ক্রীড়াপ্রেমী বিশেষ করে ফুটবলপ্রেমীদের জন্য বাংলার ফুটবলের নানা ঘটনাকে সঙ্গী করে উপস্থিত ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএ।

আইএফএ-র স্টলে এলেই চোখে পড়বে বাংলার অতীত গৌরবের ছবির কোলাজ। রয়েছেন ফুটবল সম্রাট পেলেও। শুধু কি তাই। না শুধুই ছবি নয়, রয়েছে বাংলার ফুটবলের হারিয়ে যাওয়া সেইসব কালজয়ী ঘটনাকে নিয়ে লেখা বই-য়ের সম্ভারও। কাজেই আর দেরি নয় চলে বইমেলায় এলেই চলে আসুন আইএফএর স্টলে। যেখানে এলে বইয়ের গন্ধের পাশাপাশি আপনি পাবেন গড়ের মাঠের হারিয়ে যাওয়া ইতিহাসের ছোঁয়াকেও।

এন্ড ভিও-বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধ পরিকর বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা। এটাও তাদের এক অভিনব প্রয়াস। বই ও কিংবদন্তী ফুটবলারদের নানা খেলার ছবি দেখার সঙ্গে সঙ্গে বাড়তি পাওনা হিসাবে পেয়ে প্রাক্তন ফুটবলারদেরও। যাঁদের ফুটবল শিল্প দেখার জন্যই বহু দূর দূরান্তে ছুটে যেতেন ফুটবলপ্রেমীরা। হাতের ছোঁয়ায় স্পর্শ করে নিন দেশের অন্যতম সন্তোষ ট্রফিকেও। এমন সুযোগ হাতছাড়া না করে বইমেলায় এলে অবশ্যই আইএফএর স্টলে ফুটবলের সোনালী দিনে।

৪৮তম কলকাতা বইমেলা শুরু হয়েছে মাত্র কয়দিন আগে। এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বিশেষ আর্কষণ রয়েছে ক্রীড়াপ্রেমীদের জন্য। হ্যাঁ বাড়তি আকর্ষণ তো বটেই। কেননা বইমেলায় রয়েছে আইএফএর স্টল। যে স্টলে এলে আপনি অবশ্যই যেন ফিরে পাবেন সোনালী দিনের বাংলার ফুটবলের ইতিহাসকে। তাই বইমেলায় এলে চলে আসুন আইএফএর স্টল নং ২৭৬-এ।

Related Articles