খেলা

রেফারিদের বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ আইএফএ-র

IFA initiates special training for referees

Truth Of Bengal: রেফারিং-র মান নিয়ে ভারতীয় ফুটবলে ক্লাবগুলোর অভিযোগ দীর্ঘদিনের। সে আইএসএল-র মঞ্চই হোক, কিংবা কলকাতা ফুটবল লিগই হোক। বিভিন্ন ইস্যুতে রেফারিদের কাঠগড়ায় তুলে গুচ্ছ গুচ্ছ অভিযোগ জমা পড়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দফতর অথবা আইএফএ-র সদর দফতরে। এবার সেই রেফারিদের উদ্দেশে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল আইএফএ।

বুধবার বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, আসন্ন কলকাতা লিগে যে সমস্ত রেফারিরা ম্যাচ পরিচালনা করবেন তাঁদের জন্য বিশেষ রিফ্রেশার কোর্সের আয়োজন করা হয়েছে। এই কোর্সের পরিচালনার দায়িত্বে থাকবেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের চিফ রেফারিং অফিসার ট্রেভর কেটেল। থাকবেন জাতীয় রেফারিং ম্যানেজার রাহুল গুপ্তা এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের রেফারি ডেভলপমেন্ট অফিসার পীযূশ বিশ্বাস।

Related Articles