বিসিসিআই এর পাশে আইসিসি, চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে !
ICC next to BCCI, Champions Trophy in hybrid model!

The Truth Of Bengal: এবার এশিয়া কাপের মতই হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিও । ২০২৫ সালের ফেব্রুয়ারি মার্চ মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্ট রয়েছে পাকিস্তানে । তবে ভারত পাকিস্তানে এই টুর্নামেন্টে অংশ নিতে যাবে কিনা তাও স্পষ্ট নয় । এদিকে আইসিসির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ভারত যদি পাকিস্তানে টিম না পাঠায় তাহলে আইসিসি বিসিসিআই কে কোনো চাপ্ই দেবে না।
এশিয়া কাপের মতোই হতে চলেছে চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচ্ও । ২০২৫ সালের ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ এই টুর্নামেন্ট হওয়ার কথা রয়েছে তবে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো নয়। সে জায়গা থেকে ভারতীয় টিমকে বোর্ড পাকিস্তানে খেলতে পাঠাবে কিনা তা নিয়ে বেশ সংশয় রয়েছে। তবে যা জানা গিয়েছে , আইসিসি সাম্প্রতিক একটা সিদ্ধান্ত নিয়েছে , তা হল ভারতীয় টিম যদি পাকিস্তানে গিয়ে খেলতে না চায় তাহলে আইসিসি কোনরকম চাপ দেবে না বিসিসিআইকে অর্থাৎ বিসিসিআই এর পাশে রয়েছে আইসিসি। অর্থাৎ পাকিস্তান এ বিষয়ে কোন রকম অভিযোগ জানাতে পারবেনা আইসিসির কাছে ।
ভারত পাকিস্তান মুখোমুখি মানেই দু দেশের সমর্থকদের মধ্যে বিরাট উন্মাদনা উত্তেজনা। দু’দেশের সমর্থকেরাই মুখিয়ে থাকে এই ম্যাচ দেখার জন্য। তা সে ক্রিকেটের ময়দানেই হোক বা অন্য কোন ময়দান । সেই ম্যাচ হতে চলেছে 2025 সালে । তবে ভারত সরকার যদি চাই হাইব্রিড মডেল এশিয়া কাপের মতো এই ম্যাচে খেলতে তারা করতে পারবে বলেই জানা গিয়েছে। পাকিস্তান নিজের দেশে যাওয়ার জন্য এক্ষেত্রে জোর করতে পারবে না ভারতকে। ভারত সরকার যে নির্দেশ দেবে বিসিসিআই সেই নির্দেশ পালন করবে। ভারত সরকার যদি মনে করেন দেশের খেলোয়াড়রা পাকিস্তানে যাবে না সেক্ষেত্রে বোর্ড সেই সিদ্ধান্তই নেবে। আর বিসিসিআই এর পাশে দাঁড়িয়েছে আইসিসি । বোর্ড যে সিদ্ধান্ত নেবে তাতে কোনরকম হস্তক্ষেপ করবে না আইসিসি এমনটাই জানা গিয়েছে। তবে সম্প্রতি ডেভিস কাপ খেলার জন্য ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানে গিয়েছিল । চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য ভারত যদি না যেতে চায় তাহলে হাইব্রিড মডেল অর্থাৎ ভারতের ইচ্ছেমতো ভেনুতে সেই ম্যাচ তারা খেলতে পারবে বলেই খবর।
FREE ACCESS