খেলা

শাপ মুক্তি শ্রীলঙ্কা ক্রিকেটের, আচমকা নির্বাসন তুলল আইসিসি

Sri Lanka Cricket Board

The Truth of Bengal: শ্রীলঙ্কান ক্রিকেটের উপর‌ থেকে নির্বাসন প্রত্যাহার করল আইসিসি। উত্তপ্ত হয়ে উঠেছিল  শ্রীলঙ্কান ক্রিকেট। সেকারণে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করেছিল গত নভেম্বরের ১০ তারিখ। নেপথ্য কারণ ছিল আইসিসির যে যে নিয়ম মানার দরকার ছিল তা মানেনি শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।

তবে আইসিসির তরফে নির্বাসন প্রত্যাহারের সময় বলা হয়েছে সাসপেনশন জারির পর থেকে শ্রীলঙ্কা ক্রিকেট পরিচালনার উপর লক্ষ্য রাখা হয়েছিল। সব রকম নিয়ম মেনেই বোর্ড পরিচালিত হ্ওয়া্র কারণে নির্বাসন প্রত্যাহার করে আইসিসি। বিশ্বকাপের মাঝেই ক্রিকেট বোর্ড কে সাসপেন্ড করেছিল আইসিসি। প্রসঙ্গত, ভারতের কাছে ৩০২ রানে হারের পরই গোটা শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডকে সরিয়ে দিয়েছিলেন সেদেশের ক্রীড়ামন্ত্রী। তাছাড়া শ্রীলঙ্কান বোর্ডের বিরুদ্ধে অর্থনৈতিক লেনদেনের অস্বচ্ছতারও অভিযোগ ছিল।

খারাপ পারফরম্যান্সের পর শ্রীলঙ্কা সরকার পুরো বোর্ডকে সরিয়ে দেয়। এরপর তদন্তের জন্য রাষ্ট্রপতি নিজের পক্ষে একটি কমিটিও গঠন করেছিলেন। আইসিসি এটাকে বোর্ডের কাজে সরকারের হস্তক্ষেপ বলে মনে করেছিল। এই কারণে বোর্ডকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই গোটা প্রকৃয়ার যে ধাক্কা পেয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট তার থেকে যদি শিক্ষা নিয়ে আগামীতে সঠিকভাবে চলবে কিনা তা ভবিষ্যৎ বলবে।

Related Articles