খেলা

সুযোগ পেলে আবার ভারতে খেলতে আসব : হামজা

I will come to play in India again if given the opportunity: Hamza

Truth Of Bengal: মঙ্গলবার শিলংয়ের মাঠে এএফসি এশিয়ান কাপের ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে মাঠে নেমেছিলেন হামজা চৌধুরী। এই ম্যাচের মূল আকর্ষণই ছিলেন শেফিল্ড ইউনাইটেডের ফুটবলারটি। টাইগারদের রক্ষণভাগের দায়িত্ব সামলে একাই ভারতের যাবতীয় আক্রমণ শেষ করে দিয়েছেন তিনি। বুধবার দেশে ফেরার সময় বিমানবন্দরে বসেই ফোনে আমাদের প্রতিনিধি সুদীপ্ত ভট্টাচার্যকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন হামজা।

প্রশ্ন-ভারতের মাটিতে এই প্রথম দেশের জার্সিতে ম্যাচ খেললেন, কি রকম অভিজ্ঞতা হল?

হামজা- অসাধারণ অভিজ্ঞতা। শিলংয় জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। দারুণ পরিবেশ। এখানকার দর্শকরাও যথেষ্ট ভাল। ভবিষ্যতে যদি কোনওদিন আবার সুযোগ হয়, তাহলে আবারও আসব।

প্রশ্ন-ম্যাচে প্রথমার্ধে বাংলাদেশ এত আক্রমণ করলেও, দ্বিতীয়ার্ধে সেটা দেখা গেল না, এটা কি আপনাদের ট্যাকটিক্স ছিল?

হামজা- আমাদের প্রথম উদ্দেশ্যই ছিল ক্রমাগত আক্রমণ করে গোল তুলে নেওয়া। কিন্তু কপাল খারাপ থাকায় সেটা হয়নি। দ্বিতীয়ার্ধে আমরা চেয়েছিলাম প্রতি আক্রমণ থেকে গোল তুলে নেওয়ার। কাজেই তার জন্য আমাদের আক্রমণটা একটু কম হয়েছিল। এটা অবশ্যই খেলার কৌশল ছাড়া অন্য কিছু নয়। কেননা প্রতিটা কোচের আলাদা-আলাদা কৌশল থাকে ম্যাচ জেতার জন্য।

প্রশ্ন-বাংলাদেশের তরুণ প্রজন্ম এই মুহূর্তে আপনাকে দেখে ফুটবলে বিশেষ আগ্রহ দেখাচ্ছে, কি বলবেন?

হামজা- এটা অবশ্যই ভাল দিক বলে আমি মনে করি। এতে ফুটবলই লাভবান হবে। তরুণ প্রজন্ম সামনে এগিয়ে আসেন কাউকে না কাউকে আদর্শ করে। আমাকে দেখে তাঁরা ফুটবলের প্রতি আগ্রহ দেখাচ্ছেন শুনে খুব ভাল লাগল। এই অনুভূতিটাও একজন ফুটবলারের কাছে বিশেষ পাওনা ছাড়া আর কিছুই নয়। আমি সব সময়ই চাই আমার দেশের ফুটবলের উন্নতি হোক। দেশের সতীর্থরা সবাই ভাল ফুটবলার। ওদের প্রশংসা করতেই হবে।

প্রশ্ন- দেশের জার্সি গায়ে এই প্রথম ভারতের বিপক্ষে ম্যাচ খেললেন। কি রকম লাগল আপনাদের মানালোর ভারতকে?

হামজা- ভারত খুব ভাল দল। ওদের দলে অনেক সিনিয়র খেলোয়াড় আছেন। বিশেষ সুনীল ছেত্রীর মতো ফুটবলার রয়েছেন। মঙ্গলবার ম্যাচে ওরা প্রথমার্ধে সেইভাবে আক্রমণ করতে না পারলেও দ্বিতীয়ার্ধে আমাদের ওপর চাপ বাড়িয়েছিল। তবে ওদের বিরুদ্ধে লড়াইটা বেশ উপভোগ করেছি।

প্রশ্ন- ভারতের কোন খেলোয়াড় আপনার নজর কেড়েছে?

হামজা- দেখুন খেলোয়াড়রা যখন খেলেন, তখন তাঁদের নজর থাকে নিজের খেলার প্রতিই। প্রতিপক্ষ দলের কোনও বিশেষ খেলোয়াড়কে নিয়ে ভাবার সময় থাকে না। তাই ব্যক্তিগতভাবে আমি সুনীলের নাম আগেই শুনেছি। মঙ্গলবার সামনা-সামনি ওর বিপক্ষে খেললাম। ভাল খেলোয়াড়। বাকিদের নাম জানি না, তাই ওইভাবে বলতে পারব না।

Related Articles