বুমরা, বিরাট, যশস্বীদের পারফরম্যান্সে আমি দারুণ খুশি-সম্বরণ
I am very happy with the performance of Bumrah, Virat, Yashaswi

Truth Of Bengal: সোমবার ভারতীয় ক্রিকেট দল যেভাবে অস্ট্রেলিয়ার মাটিতে ওঁদের দুরমুশ করল তা এককথায় ভাষায় প্রকাশ করা যায় না। ২৯৫ রানে জয় মানে প্রায় ৩০০ রানে জয় পাওয়া। ২৯৫ রানে জেতা মানে একটা অন্যতম বড় জয়, এটা আর বলার অপেক্ষা রাখে না।
কিন্তু যেভাবে পারথ টেস্টে ভারতীয় দল ম্যাচ জিতল তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। কেননা এই সিরিজের আগে ঘরের মাঠে আমরা নিউজিল্যান্ডের কাছে দুরমুশ হয়েছি। ফলে আমাদের অবস্থানটা খুব একটা ভাল ছিল না। কাজেই অনেকেই ভেবেছিলেন যে অস্ট্রেলিয়ায় গিয়েও ভারতকে হয়তো এইভাবেই দুরমুশ হতে হবে। না, সেই ধারণাটা যে কতখানি ভুল ছিল তা ফের প্রমাণ করে দিলেন বুমরার নেতৃত্বাধীন ভারতীয় দল।
পারথে প্রথম দিনের কিছুটা সময় ছাড়া অস্ট্রেলিয়া একবারও খেলায় ফিরতে পারেনি। প্রত্যেক বিভাগেই মিচেল স্টার্কদের টেক্কা দিয়েছে বুমরার দল। এ ক্ষেত্রে আমি বিশেষ যশস্বীর নামটা বলবো। কেননা প্রথম ইনিংসে শুন্য রানে আউট হয়ে যাওয়ার পর ও যেভাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করল, তা এক কথায় অসাধারণ। তবে শুধু যশস্বী একা নয়, প্রথম টেস্টে ভারতের জয়ের পিছনে অনেকেরই অবদান আছে। সোজা কথায় বলতে গেলে ভারতীয় দলের টিম গেমের কাছে হার মেনেছে অস্ট্রেলিয়া।
পাশাপাশি, বিরাট কোহলির দূরন্ত ইনিংসের কথাও বলতে হবে। প্রায় দীর্ঘদিন বাদে বিরাট ব্যাটে বড় পেল। এবং টেস্টে ৩৮টি সেঞ্চুরিও করে ফেললো। দ্বিতীয় ইনিংসে বিরাটের ব্যাটিং প্রমাণ করল ও কতটা ধৈর্য নিয়ে মাঠে নেমেছিল। অনেকেই দীর্ঘদিন বিরাট না পাওয়াতে সমালোচনা করেছিলেন। কিন্তু আমার মনে হয়েছিল, খুব শীঘ্রই বিরাট রানের মধ্যে, ফিরবে। আর সেটাই ও করে দেখাল পারথে। আসলে একটা কথা আছে না ক্লাস নেভার ডাই, ফর্ম ইজ টেম্পুরারি। বিরাট আবার এটা প্রমাণ করে দিল পার্থে।
আর একজনের কথা অবশ্যই বলতে হবে, তিনি হলেন পারথে টেস্টের অধিনায়ক যশপ্রীত বুমরার কথা। সত্যিই বুমরার এই অসাধারণ পারফরম্যান্স সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা বহুদিন মনে রাখবেন। কেননা ক্রিকেটে বেশিরভাগ সময় ব্যাটসম্যানরাই ম্যান অফ দ্য ম্যাচ হয়ে থাকেন। পারথে বুমরার দুই ইনিংস মিলিয়ে আট উইকেট নেওয়ার পর ওই ম্যান অফ দ্য ম্যাচ এটাই স্বাভাবিক। আমার মনে হয় বর্তমান বিশ্ব ক্রিকেটে এই মুহূর্তে বুমরার ধারে কাছে কেউ নেই। কপিলদেবের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আমার মনে হয় কপিলদেবের যোগ্য উত্তরসূরী হিসেবে বুমরাই উঠে আসছে।
ভারত এর পরের টেস্টে অ্যাডিলেডে খেলবে। পিঙ্ক বলের সেই টেস্টে আমি আশা করবো রোহিত, শুভমন দলে ফিরবেন। সেক্ষেত্রে ভারতীয় দল আরও শক্তিশালী হবে। তবে রোহিত, শুভমন দলে ফিরলে হয়তো চূড়ান্ত একাদশ থেকে বাদ যাবেন ধ্রুব জুড়েল এবং দেবদূত পাড়িক্কল। আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেডের এই টেস্টে ভারত মানসিকভাবে অনেকটা এগিয়ে থেকেই শুরু করবে।