খেলা

মেলবোর্নেও ব্যর্থ হিটম্যান.. এবার ‘ভাবা উচিত’ বার্তা শাস্ত্রীর

Hitman failed in Melbourne too.. this time 'you should think', says Shastri

Truth Of Bengal: চলতি বছরের বর্ডার গাভাসকর ট্রফিতে একটি ম্যাচ খেলেননি ভারত অধিনায়ক রোহিত শর্মা।  কিন্তু বাকি তিনটি ম্যাচেই খেলেছেন তিনি। কিন্তু তিনটি ম্যাচেই ধারবাহিকভাবে ব্যর্থের তালিকায় সবার উপরেই থাকবে তাঁর নাম। সমালোচকরা অনেক আগে থেকেই রোহিতকে নিয়ে মন্তব্য করতে শুরু করলেও, এতদিন রোহিতের ব্যাপারে অনেকটা নীরবই ছিলেন প্রাক্তন জাতীয় কোচ রবি শাস্ত্রী। কিন্তু সোমবার শাস্ত্রীও রোহিতকে নিয়ে মুখ খুললেন।

সোমবার প্যাট কামিন্সের বলে ব্যক্তিগত ৯ রানের মাথায় রোহিত প্যাভেলিয়নে ফিরতেই তাঁর সমালোচনা করেন শাস্ত্রী। সংবাদমাধ্যমের কাছে শাস্ত্রী ব-কলমে যে টেস্টে রোহিতের সময় ফুরিয়ে আসার ইঙ্গিতই দিয়ে রাখলেন। শাস্ত্রী বলেন, ‘এটা একটা সাবধানবাণী। রোহিত দলের টপ অর্ডারে ব্যাটিং করছে। অথচ ওঁর পা ঠিকমতো ব্যাটের কাছে মুভমেন্ট করছে না। এই টেকনিক্যালি সমস্যাগুলো রোহিত কাটিয়ে উঠতে পারবেন কি না, সেটা ওঁকেই সিদ্ধান্ত নিতে হবে।’

শাস্ত্রীর এমন মন্তব্যের পরই, কোনও কোনও ক্রিকেট বিশেষজ্ঞ মনে করছেন, শাস্ত্রী এককথায় রোহিতের অবসরের যে সময় এসে গিয়েছে তা বুঝিয়ে দিয়েছেন। এদিকে রোহিতের পাশাপাশি বিরাটকে আরও তিন থেকে চার বছর জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে বলেই মনে করছেন শাস্ত্রী।

Related Articles