রোহিতকে নিয়ে কঙ্গনার বিতর্কিত মন্তব্যই হাতিয়ার শামার
Hatiar Shamara slams Kangana's controversial comments about Rohit

Truth Of Bengal: চ্যাম্পিয়ন্স ট্রফি চলার মাঝেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে কু-রুচিকর মন্তব্য করেছেন কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ। যা নিয়ে এখনও চলছে দুই রাজনৈতিক দলের টাগ-অফ ওয়্যার। হিটম্যানকে ‘মোটা’ বলে কটাক্ষ করেছিলেন শামা। তার পর পরই তাঁকে এবং দলের শীর্ষ নেতাকে কটাক্ষ করে পাল্টা দেন বিজেপি নেত্রী রাধিকা খেদা।
অবশ্য রোহিতকে নিয়ে এমন মন্তব্যের পর পরই দলীয় অধিনায়কের পাশে দাঁড়ান বিসিসিআই কর্তারা। এমনকি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যও। এবার কেন্দ্রীয় শাসকদলের নেতাদের পাল্টা দিতে কংগ্রেস নেত্রী তুলে ধরলেন রোহিত শর্মাকে নিয়ে অভিনেত্রী কঙ্গনা রাওয়াতের সোশ্যাল মিডিয়ায় লেখা সেই পোস্টটি।
উল্লেখ্য, রোহিত শর্মা ২০২১ সালে রাজধানীর দিল্লির রাস্তায় অবস্থানরত কৃষকদের সমর্থনে তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন। সেখানে দেশের উন্নয়নের কৃষকদের ভূমিকার কথা উল্লেখ করে রোহিত লিখেছিলেন, ‘কৃষকদের এই সমস্যার দ্রুত সমাধান করা উচিত দেশের সরকারের।’ এরপরই রোহিতকে উদ্দেশ্য করে করুচিকর পোস্ট করেছিলেন অভিনেত্রী কঙ্গনা। তিনি লিখেছিলেন, ‘দেশের এইসব সিনিয়ার ক্রিকেটাররা ধোবি কা কুক্তা, না ঘরকা, না ঘাটকা।’