
The Truth of Bengal: দেশের মাটিতে চলছে টেস্ট সিরিজ। খেলোয়াড়রা ব্যস্ত। ব্যস্ত হার্দিক নিজেও। তবে জাতীয় দলের সঙ্গে নেই তিনি।পুরনো চোট সারিয়ে ২২ গজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন হার্দিক পান্ডিয়া। সে কারণে নতুন উদ্যমে দেখা গেল তাঁকে। করছেন প্রাকটিস। আর সেই প্রাকটিসের ছবি এক্সে পোষ্ট করেছেন হার্দিক। আইপিএলে ফেরার জন্য প্রাকটিস করছেন। ফিরবেন তিনি। তার পোষ্ট করা ভিডিও তে ব্যাট করতে দেখা গেছে তাকে। সঙ্গে নেটে লম্বা ছক্কা হাঁকাতেও দেখা গিয়েছে তাঁকে। আফগানিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে তাঁকে পাওয়া যায় নি। ইংল্যান্ডের বিপক্ষে খেলছে ভারত।
View this post on Instagram
সেই খেলাতেও পাওয়া যায়নি তাঁকে ।তবে তাঁর প্রাকটিসের মাধ্যমে উত্তর পেলো সমর্থকেরা। বিশ্বকাপ খেলা চলাকালীনই হার্দিকের চোট লেগেছিল। সেই চোটের জন্য তিনি পুরো বিশ্বকাপই খেলতে পারেননি। তাঁর পরিবর্তে তখন দলে নামানো হয়েছিল প্রসিধ কৃষ্ণাকে। এমনকী বিশ্বকাপ শেষ হওয়ার পরেও হার্দিক ফিট হতে পারেননি। চিকিৎসা চলছিল। তাঁর পক্ষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি-২০ সিরিজ খেলা সম্ভব হয়নি।বাংলাদেশের বিরুদ্ধে বল করার সময়ে হার্দিক চোট পেয়েছিলেন হাঁটুতে। চিকিৎসাও করিয়েছেন এর আগে। মাঝে আইপিএলের দল বদলও করেছেন। এখন তিনি সুস্থ হয়ে উঠেছেন অনেকটাই।
২২ গজে ফেরার অপেক্ষায় রয়েছেন। অনুরাগীদের দীর্ঘদিন ধরে যে প্রশ্ন ছিল হার্দিক কতটা সুস্থ ? কবে মাঠে ফিরবেন তিনি? সেই উত্তর এর আগে instagram এ তার প্র্যাকটিসের ভিডিও শেয়ারের মাধ্যমে দিয়েছিলেন । এবার ফের যেন উত্তর দিলেন। তিনি যে ম্যাচ ফিট তা বোঝালেন দর্শকদেরকে। আইপিএলের পর টি টোয়েন্টি বিশ্বকাপেও তাকে পাওয়া যাবে বলেই খবর। আসলে বোর্ড তাঁকে নিয়ে একটুও তাড়াহুড়ো করতে চায়নি। সময় দেওয়া হয়েছিল হার্দিককে। চিকিৎসা করিয়ে সুস্থ হওয়ার পর এখন মনোযোগ সহকারে করছেন অনুশীলনন। এর পর আইপিএল ও বিশ্বকাপে ম্যাচ ফিট অবস্থায় পাওয়া যাবে তাঁকে।