IPL 2025খেলা

মুম্বইয়ের প্রথম ম্যাচেই মাঠের বাইরে হার্দিক

Hardik out of Mumbai's first match

Truth Of Bengal: আগামী ২২ মার্চ আইপিএল-র উদ্বোধন। টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থ্যাৎ ২৩ মার্চ মুম্বই ক্রিকেটের এই মেগা ইভেন্টে মাঠে নামবে। সেই ম্যাচে বাণিজ্য নগরীর দলটির প্রতিপক্ষ রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, ঋতুরাজ গায়কোয়াড়দের চেন্নাই সুপার কিংস।

কিন্তু সেই ম্যাচে খেলা হবে না মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার। গত আইপিএল-এর আসরে একটা ম্যাচ সাসপেন্ড হয়েছিলেন মুম্বই অধিনায়ক। কাজেই চেন্নাইয়ের বিপক্ষে মুম্বই দলের অধিনায়কত্ব করবেন দলের অপর ক্রিকেটার সূর্যকুমার যাদব।

উল্লেখ্য, গত আইপিএল-এ মন্থর ওভার রেটের কারণে হার্দিককে একটা ম্যাচে সাসপেন্ড করা হয়েছিল। কিন্তু যেহেতু ওই বছর মুম্বই আইপিএল-এ তাদের সব ম্যাচ খেলে ফেলেছিল, তাই হার্দিককে আর শাস্তিভোগ করতে হয়নি। এবং সেই কারণেই ২০২৫-র আইপিএল-র শুরুতেই তাঁকে ওই শাস্তি পেতে হচ্ছে। ইতিমধ্যে বিসিসিআই-র পক্ষ থেকে এই বিষয়ে মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েও দেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে হার্দিক জানান, ‘সূর্য ভারতীয় দলের জার্সি গায়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টে অধিনায়কত্ব করেছে। এবং টি-টোয়েন্টি জাতীয় দলে ওই আমার অধিনায়ক। কাজেই চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে মুম্বইকে নেতৃত্ব দেওয়ার জন্য স্কাই হচ্ছে একজন আদর্শ ব্যক্তি।’

মুম্বই দলে সূর্য ছাড়াও টিম ইন্ডিয়ার টেস্ট ও একদিনের ম্যাচের অধিনায়ক রোহিত শর্মা ও পেসার জসপ্রীত বুমরা রয়েছেন। কাজেই মেন-ইন-ব্লুজদের তিনজন মাস্কেটিয়ার্স নিয়ে অন্তর্ভূক্তি নিয়ে হার্দিক জানান, ‘আমার ভাগ্য খুবই ভাল। জাতীয় দলের তিন অধিনায়ক আমার মুম্বই দলে রয়েছেন। আর ওদের তিনজনের ভরসার হাত সব সময় আমার কাঁধে রয়েছে। এটা আমার কাছে বিরাট পাওনা।’

Related Articles