খেলা

২২ গজে ফিরতে নতুন উদ্যমে প্রস্তুতিতে মগ্ন হার্দিক,

Hardik is working hard to recover from his old injury and return to the field.

The Truth Of Bengal: মাঠে ফিরতে মরিয়া হার্দিক করছেন কসরত।পুরনো চোট সারিয়ে ২২ গজে ফেরার জন্য নতুন উদ্যমে দেখা গেল তাকে। তাঁর প্রাকটিসের‌ ভিডিও ইন্সটাতে শেয়ার করেছেন।সামনে রয়েছে আইপিএল। রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। আইপিএল ও বিশ্বকাপে তাঁকে পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে।

পুরনো চোট সারিয়ে ২২ গজে ফেরার প্রস্তুতি শুরু হার্দিক পান্ডিয়ার। সে কারণে নতুন উদ্যমে দেখা গেল তাঁকে। নিজের ইন্সটাতে প্রাকটিসের ভিডিও শেয়ার করেছেন। জানা গিয়েছে , আইপিএলে ফিরবেন তিনি ।  আফগানিস্তানের বিরুদ্ধে দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে তাঁকে  পাওয়া যায় নি । ইংল্যান্ডের  বিপক্ষে খেলছে ভারত ‌।  সেই খেলাতেও পাওয়া যায়নি তাঁকে ।তবে তাঁর প্রাকটিসের মাধ্যমে উত্তর পেলো সমর্থকেরা।  মাঠে ফেরার জন্য করছেন প্র্যাকটিস।  বিশ্বকাপ খেলা চলাকালীনই হার্দিকের চোট লেগেছিল। সেই চোটের জন্য তিনি পুরো বিশ্বকাপই খেলতে পারেননি। তাঁর পরিবর্তে  তখন দলে নামানো  হয়েছিল প্রসিধ কৃষ্ণাকে। এমনকী বিশ্বকাপ শেষ হওয়ার পরেও হার্দিক ফিট হতে পারেননি। চিকিৎসা  চলছিল । তাঁর পক্ষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি-২০ সিরিজ খেলা সম্ভব হয়নি।বাংলাদেশের বিরুদ্ধে বল করার সময়ে হার্দিক চোট পেয়েছিলেন হাঁটুতে । চিকিৎসাও করিয়েছেন এর আগে।মাঝে আইপিএলের দল বদলও করেছেন । এখন তিনি সুস্থ হয়ে উঠেছেন অনেকটাই ।২২ গজে  ফেরার অপেক্ষায় রয়েছেন।

অনুরাগীদের দীর্ঘদিন ধরে যে প্রশ্ন ছিল হার্দিক কতটা সুস্থ ? কবে মাঠে ফিরবেন সরাসরি?  instagram এ তার প্র্যাকটিসের ভিডিও শেয়ারের মাধ্যমে যেন উত্তর দিলেন । টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনি ফিরবেন বলেই খবর । নিঃসন্দেহে বড় খবর , ভালো খবর টিম ইন্ডিয়ার জন্য । আসলে বোর্ড তাঁকে নিয়ে একটুও তাড়াহুড়ো করতে চায়নি । সময় দেওয়া হয়েছিল হার্দিককে । চিকিৎসা করিয়ে সুস্থ হওয়ার পর এখন অনুশীলন করছেন । এর পর আইপিএল ও বিশ্বকাপে ম্যাচ ফিট অবস্থায় পাওয়া যাবে তাঁকে।

Free Access

Related Articles