খেলা

রিয়াল কাশ্মীরের কাছে আটকে গেল হাবাসের দল

Habas' team stuck by Real Kashmir

Truth Of Bengal: আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার অ্যাওয়ে ম্যাচে পয়েন্ট নষ্ট করল ইন্টার কাশি। রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ১-১ গোলে ম্যাচ শেষ করল আন্তেনিও লোপেজ হাবাসের দল। নিজেদের ঘরের মাঠে ম্যাচের ৮ মিনিটেই কাশ্মীরের দলটিকে এগিয়ে দেন রামসাঙ্ঘা। এরপর গোল খেয়ে তা শোধ করার মরিয়া চেষ্টা চালান জনি কাউকোরা। কিন্তু প্রথমার্ধে আর গোলের মুখ দেখতে পায়নি হাবাসের দল। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় ইন্টার কাশিকে।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে গোল শোধের আরও মরিয়া চেষ্টা করতে থাকে ইন্টার কাশি। আর তাতেই মেলে গোল। ম্যাচের ৬৯ মিনিটে দমি বারলাঙ্গা গোল করে ইন্টার কাশিকে এ যাত্রায় বাঁচিয়ে দেন।

সোমবার অ্যাওয়ে ম্যাচে ড্র করলেও পয়েন্ট টেবিলের শীর্ষে থাকল হাবাসের দল। তাদের সংগ্রহ ৪ ম্যাচে আট পয়েন্ট। অন্য দিকে সমসংখ্যক ম্যাচে সমসংখ্যক পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রইল ভূ-স্বর্গের দলটি।

অপর ম্যাচে শ্রীনিধি ডেকান হারিয়ে জয় তুলে নিল দিল্লি এফসি। এই ম্যাচে প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্যভাবে। বিরতি থেকে ফিরে এসে ম্যাচের ৭১ মিনিটে দিল্লির হয়ে জয়সূচক গোলটি করেন স্টিফেন সমীর। ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের ১০ নম্বর স্থানে রইল রাজধানীর দলটি। তাদের সংগ্রহ ৪ ম্যাচে ৪ পয়েন্ট। ম্যাচ হারলেও শ্রীনিধি রইল পাঁচ নম্বর স্থানে। তাদের সংগ্রহ চার ম্যাচে ছয় পয়েন্ট।

Related Articles