খেলা

মোহনবাগানের নতুন কোচ হাবাস

Habas 

The Truth of Bengal: Isl এ  গতবারের চ্যাম্পিয়নদের অবস্থা এবছর যে এতটা শোচনীয় হবে তা হয়তো কেউই ভাবতে পারেনি। শুরুর দিকে দাপটের সঙ্গে আইএসএল মাশরুম শুরু করলেও মাঝপথে এসে মোহনবাগান যেন ঝিমিয়ে পড়েছে। একটা ম্যাচেও সেভাবে যেমন গোল করতে পারছে না তার পাশাপাশি হারের সংখ্যা যেন বেড়ে যাচ্ছে। পরপর ম্যাচে হারতে হারতে মোহনবাগান সমর্থকদেরও মন ভেঙেছে। সে কারণে কোচ জুয়ান ফেরান্দো কে শুনতে হয়েছে গো ব্যাক স্লোগান।  কোচের উপরে খুব বিক্ষোভের পারদ চড়ছিল। এদিকে এফসি কাপে ও ফলাফল একদম ভালো হয়নি। সব মিলিয়ে কোচ নিজেও ভীষণ চিন্তায় ছিলেন।

খেলোয়াড় থেকে কোচ বছর শেষ ও বছর শুরুটা একেবারেই ভালোভাবে করতে পারেনি।  মোহনবাগান কোচ ছাটাই হওয়ার আগেই নিজে থেকেই পদত্যাগ করলেন। চরম অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি নিজেও। কাঙ্খিত জয় অধরা থাকার কারণেই  পদত্যাগ করতে হলো তাকে । সেই হট সিটে বসলেন হাবাস । এদিকে নতুন কোচ সুপার কাপ থেকেই তিনি দায়িত্ব সামলাবেন। সুপার কাপে শ্রীনিধি, ইস্টবেঙ্গল এবং হায়দরাবাদের সঙ্গে একই গ্রুপে রয়েছে মোহনবাগান। সুপার কাপ থেকে হাবাস তার কাজকর্ম শুরু করবেন।

তার আগে মোহনবাগানের একাধিক প্লেয়ার জাতীয় দলের জন্য চলে গেছেন। এদিকে চোট আঘাতেও ভুগছেন বেশ কিছু খেলোয়াড়। এই পরিস্থিতিতে হাদসের পক্ষে পরিস্থিতি খানিকটা কঠিন হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে যদিও আইএসএলে বেশ অভিজ্ঞতা রয়েছে হাবাসের। সবদিক কিভাবে সামাল দেয় হাবাস এখন সেটাই দেখার বিষয়। এই কঠিন পরিস্থিতির মধ্যেই পড়েছিলেন জুয়ান ফেরান্দো। একে তো হারার ফলে ছন্দ হীন হয়ে পড়েছে‌মোহনবাগান সঙ্গে আইএসএলের মধ্যে কোচ না থাকায় ছন্দ পতন । ভবিষ্যতে কি হয় তা দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

Related Articles