বিশ্ব চ্যাম্পিয়ন্সশিপ দাবায় তৃতীয় গেমেই বাজিমাত গুকেশের
Gukesh wins third straight game at World Championship Chess

Truth of Bengal: বিশ্বচ্যাম্পিয়নশিপ দাবায় দূরন্ত প্রত্যাবর্তন ভারতীয় দাবাড়ু ডি গুকেশের। তৃতীয় গেমে জিতেই ম্যাচে সমতা ফেরালেন গুকেশ। বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনের কাছে প্রথম গেমে হারতে হয়েছিল গুকেশকে। এরপর দ্বিতীয় গেম শেষ হয় অমীমাংসিতভাবে। তৃতীয় গেমে এসেই বাজিমাত করলেন গুকেশ।
সিঙ্গাপুরে আয়োজিত এই টুর্নামেন্টে প্রথম দুটি ম্যাচে নিজেকে সেইভাবে মেলে ধরতে না পারলেও, তৃতীয় ম্যাচ থেকেই যেন আগ্রাসী মনোভাব নেন গুকেশ। অবশ্য পিছিয়ে ছিলেন না চিনের দাবাড়ু লিরেনও। ম্যাচে শেষ হাসি হাসলেও ভারতীয় দাবাড়ুকে যথেষ্ট লড়াই করে জয় হাসিল করতে হয়েছে। তবে শেষ পর্যন্ত গুকেশের কাছে হার মানতে হয় তাঁকে। সাদা গুটি নিয়ে ৩৭ চালে বাজিমাত করেন ভারতীয় দাবাড়ু।
এদিন ম্যাচের শেষ লগ্নে এসেই গুকেশের কৌশলে ফাঁদে পড়েন চিনের দাবাড়ু লিরেন। ৬ মিনিটে অন্তত সেই সময় তাঁকে দিতে হত কমপক্ষে দশটি চাল। আর এখানেই যেন বিরাট চাপে পড়ে যান লিরেন। অন্য দিকে গুকেশ অনেকটাই সুবিদাজনক জায়গায় থাকার সুবিধা পুরোপুরি হাসিল করেন ভারতীয় দাবাড়ু। আর তার ফলেই তৃতীয় গেমে জয়ের মুখ দেখলেন ডি গুকেশ।