খেলা

দ্বাদশ গেমে লিরেনের কাছে হার গুকেশের

Gukesh loses to Liren in the 12th game

Truth Of Bengal: সোমবার ডিং লিরেনের কাছে দ্বাদশ গেমে পরাজিত হলেন ভারতীয় দাবাড়ু ডি গুকেশ। রবিবার একাদশ গেমে জয় পাওয়ার পর অনেকেই ভেবেছিলেন দ্বাদশ গেমেও হয়ত জয় তুলে নিতে সক্ষম হবেন গুকেশ। কিন্তু তিনি পারলেন না। ১২ রাউন্ডের পর দুই খেলোয়াড়েরই সংগ্রহ ৬ পয়েন্ট।

প্রসঙ্গত, বিগত কয়েকটি গেমে গুকেশ যথেষ্ট আগ্রাসী মনোভাব নিয়েই দাবার বোর্ডে বিপদে ফেলেছিলেন লিরেনকে। কিন্তু সোমবার ঘটল ঠিক তার বিপরীত ঘটনা। গুকেশের চাপের পরিবর্তে উল্টে গুকেশকে চাপে ফেলে দিলেন লিরেন। একটা সময় ১৫টি চাল দেওয়ার জন্য গুকেশের হাতে মোট ৭ মিনিট সময় ছিল। আর এই প্রেসার সামলাতে পারলেন না গুকেশ। ৩৯তম চালে এসে নিজেকে লিরেনের কাছে হার স্বীকার করে নেন তিনি।

প্রসঙ্গত, রবিবার ১১তম গেমে গুকেশের কাছে হারের পর সোমবার দ্বাদশ গেমে জয়টা অত্যন্ত জরুরি ছিল লিরেনের কাছে। মোট ১৪ গেমের মধ্যে দ্বাদশ গেমের পর তিনি যদি এক পয়েন্ট পিছিয়ে থাকতেন তাহলেই খেতাব ধরে রাখা তাঁর পক্ষে কঠিন হয়ে দাঁড়াত। তাই সোমবার যেনতেন প্রকারেণ ম্যাচ জিততেই আগের থেকে অনেক বেশি আগ্রাসী ভূমিকা গ্রহণ করেছিলেন লিরেন। ফলও পেলেন হাতে-নাতে। সাদা ঘুঁটি নিয়ে শেষ পর্যন্ত দ্বাদশ গেমে নিজের জয় হাসিল করে নিলেন তিনি।

Related Articles