খেলা

নিয়ম ভাঙার অভিযোগ গুজরাট কর্তার

Gujrat titans 

The Truth of Bengal: আইপিএল এর আগে সব দলগুলো নিজেদের অন্দরটা গুছিয়ে নিচ্ছে । বেশ কিছু পরিবর্তন হয়েছে বিভিন্ন দলে । গুজরাট টাইটান্স থেকে হার্দিক পান্ডিয়া চলে গেছে সেই জায়গায় শুভমানকে  করা হয়েছে নতুন অধিনায়ক। পরিবর্তন চলছে গুজরাট টাইটান্সের অন্দরে । তার মাঝেই খবর ছড়িয়েছে মোহাম্মদ শামি কে কোনো একটি দল মোটা টাকায় কিনে নিতে চলেছে। এমনটাই অভিযোগ করেছে গুজরাট টাইটান্সের সিইও অরবিন্দ র সিং। যদিও কোন দল শামীকে কিনে নিতে চলেছে তা স্পষ্ট করে বলেননি অরবিন্দর ।

তবে এক সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেছেন। গুজরাট তিনি জানিয়েছেন স্বামী তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য। বোর্ডের নিয়ম না মেনে শামীকে  কিনে নিতে চলেছে বলে অভিযোগ করেছেন অরবিন্দর । বিশ্বকাপে ভারত জিততে না পারলেও শামির পারফরম্যান্স মুগ্ধ করেছে সকলকে। কদিন আগেই জানা গেছে  তার পায়ে  রয়েছে চোট রয়েছে। তবে আইপিএলে তিনি ঠিকমতো খেলবেন বলেই খবর। বাংলার এই জোরে বোলার এর আগে এশিয়া কাপে দলে থাকলেও একাদশের জায়গা পাননি নিয়মিত।

তাছাড়া বিশ্বকাপেও কিছুটা ভাগ্যের জোরেই জায়গা পেয়েছেন তিনি। তার পর তার পারফরমেন্স মুগ্ধ করেছে সকলকে । অরবিন্দর আরও অভিযোগ করেছেন যে নিয়ম না মেনে ই এভাবে কিনে নেওয়ার চেষ্টা চলছে বোর্ডের যা নিয়ম রয়েছে তা মেনেই কেনা হোক এমনটাই উল্লেখ করেছেন অরবিন্দর। উল্লেখ্য ২০২১ সালের ৬ কোটি ২৫ লাখ টাকা দিয়ে গুজরাট কিনেছিলেন শামিকে। স্বামীর সঙ্গে গুজরাটের সম্পর্ক দু’বছরের দুই মরসুম খেলেছেন আইপিএল আর এই বছর ও তার খেলার কথা রয়েছে।

Related Articles