
Truth Of Bengal: আইপিএল-এ খুব বেশিদিন বয়স হয়নি গুজরাট টাইটাইন্সের। তবুও নজর কাড়তে জুড়ি নেই এই ফ্যাঞ্চাইজি দলটির। তবে গত বছর হার্দিক পাণ্ডিয়া দল ছেড়ে যাওয়ায় বেশ সমস্যার সম্মুখীন হয়েছিল গুজরাট। আগামী আইপিএল-এ আবার নতুন গুজরাটকে দেখা যাবে বলেই মনে করেছেন অনেকেই।
ইতিমধ্যেই অন্যান্য দলগুলির মতো পাঁচ ক্রিকেটারকে রিটেনও করানো হয়েছে। তালিকায় রয়েছেন রশিদ খান, গুভমন গিল থেকে শুরু করে সাই সুদর্শনরা। হাতে রয়েছে ৬৯ কোটি টাকা। এবং একটি আরটিএম ব্যবহারের সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়েই এবার আইপিএলের নিলামে বাজিমাত করতে মরিয়া গুজরাট দল।
আইপিএল-র অন্য দলগুলির তুলনায় গুজরাটের স্পিন বোলিং যথেষ্ট শক্তিশালী। কেননা রশিদ খানের মতো অভিজ্ঞ বোলার এই দলের সম্পদ। কিন্তু রশিদের ওপর চাপ কমাতে আরও একজন স্পিনারকেও দলে চাইছে টিম ম্যানেজমেন্ট।
পাশাপাশি শুভমনের সঙ্গী হিসেবে গুজরাটের নজর থাকবে বেশ কিছু ব্যাটসম্যানের দিকেও। সূত্রের খবর, সেই তালিকায় তাঁদের প্রথম পছন্দের তালিকায় রয়েছেন বাঁ হাতি ব্যাটসম্যানরা। যেমন কুইন্টন ডিকক, ইষাণ কিষাণরা। যদি একান্তই তাঁদের না পাওয়া যায়, সেক্ষেত্রে গুজরাট দল নাকি ঝাঁপাতে পারে রহমতুল্লা গুরবাজ, ফিল সল্টের জন্যও। আর পেসার হিসেবে গুজরাটের নজরে রয়েছেন অর্শদীপ সিং, খলিল আহমেদরা। এখন দেখা যাক, শেষ পর্যন্ত কোন কোন খেলেয়াড়কে গুজরাট জালে তুলতে পারে, তা সময়ই বলবে।