
The Truth of Bengal: মহম্মদ সিরাজ। নামটার সঙ্গে জড়িয়ে আছে প্রচুর লড়াই। ১৩ মার্চ তার জন্মদিনে তাকে সমর্থকেরা যেমন শুভেচ্ছা জানাচ্ছেন তেমনি বোর্ডের তরফ থেকেও জানানো হয়েছে শুভেচ্ছা। তিনি জন্মগ্রহণ করেছেন 13 মার্চ 1994 সালে। মধ্যবিত্ত পরিবারের ছেলেটা দু চোখে স্বপ্ন নিয়ে খেলা শুরু করেছিলেন ক্রিকেট। ধীরে ধীরে জাতীয় দলে ডাক আসে তার।
যদিও পথটা একদম সুগম ছিল না। সিরাজের বাবা হায়দরাবাদে অটো চালাতেন। আর সিরাজ টেনিস বলে অলি গলিতে ক্রিকেট খেলে বেড়াতেন। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচের সময় তার অভিষেক হয়। তার জন্মদিনকে মাথায় রেখে বোর্ডের তরফ থেকে এক্সে লেখা হয়েছে , সিরাজের যেখানে সবটা শুরু হয়েছিল মানে হায়দ্রাবাদে ,সেখানে ফিরে যাই।
পেসারের হৃদয়গ্রাহী সাফল্যের গল্প সংগ্রামে ভরা বলে উল্লেখ করেছে বোর্ড। সিরাজের ক্রিকেটীয় দক্ষতাকে কুর্নিশ জানানো হয়েছে বোর্ডের তরফ থেকে। সে কারণে তার একটা ভিডিও এক্সে পোস্ট করা হয়েছে , যেখানে তিনি নিজের সম্পর্কে বলছেন। গাড়ি চালাতে চালাতে খোশ মেজাজে তিনি নিজের সম্পর্কে বলছেন যা ভাইরাল। তার অগণিত ভক্তের সঙ্গে বোর্ডের তরফ থেকেও জন্মদিনের শুভেচ্ছা জানানো হলো সিরাজকে।