গোলহীন রোনাল্ডো, জর্জিয়ার কাছে লজ্জার হার পর্তুগালের
Goalless Ronaldo, Portugal's embarrassing loss to Georgia

The Truth Of Bengal : প্রথম দু ম্যাচ জিতে আত্মবিশ্বাসী পর্তুগাল খেলতে নেমেছিল জর্জিয়ার বিপক্ষে। অখ্যাত, অনামী দলটার বিপক্ষে এ ম্যাচেও জয়লাভ করবে পর্তুগাল; এভাবনা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। গোল তো করতেই পারেনি পর্তুগাল উপরন্তু দু গোল হজম করতে হয়েছে রোনাল্ডোদেরকে । পর্তুগালেরমতো দলকে হারিয়ে রীতিমতো উৎসবের মেজাজে জর্জিয়া । পর্তুগালের মতো শক্তপোক্ত দলটাকে হারানোর যে স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল কাভারাস্কেইয়া , মিকাওতাদজে ৯০ মিনিটে সে স্বপ্ন পূরণ হয়েছে । রীতিমতো রূপকথা লেখা হল জার্মানিতে । জর্জিয়ার পক্ষে ম্যাচের ফলাফল দাঁড়ায় ২-০।
‘এ কি হলো!’ ঠিক যেন নির্বাক দর্শক রোনাল্ডোরা। এদিন একাধিক সুযোগ পেলেও তা আর কাজে লাগাতে পারেননি সিআরসেভেন। সিআরসেভেন ৬৫ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন। গোল করতে না পেরে মেজাজ দেখানোয় কার্ড দেখতে হয় তাকে।
রবার্তো মার্টিনেজ প্রথম ১১ই বেশ কিছু পরিবর্তন আনেন । সেখানে রোনাল্ডো , পালিনহা আর গোলকিপার দিয়েগো কোস্তা ছাড়া পুরোটাই বদলে ফেলেন । আর সেই বদলের ফলেই ম্যাচে ঘটে অঘটন। রোনালদো বেশ কয়েকটা গোলের সুযোগ তৈরি করতে পারলেও শেষ পর্যন্ত গোল করে উঠতে পারেননি। লালব্রিগেড যেভাবে চক্রব্যূহ তৈরি করে রেখেছিল রোনাল্ডোদের সামনে সেখান থেকে চেষ্টা করেও শেষ পর্যন্ত গোল আর করে উঠতে পারেনি রোনাল্ডোরা। কখনো কখনো আবার অসহায় দেখিয়েছে তাকে । একা সৈনিকের মত লড়াই চালাতে গিয়ে বেশ কয়েকবার মেজাজও হারিয়েছেন সিআর সেভেন । এদিকে পেনাল্টি থেকে মিকাওতাদেজ গোল করার পর দুচোখে হাত দিয়ে বুঝিয়ে দেন তার পাখির চোখ ছিল ‘গোল ‘। যা তিনি করতে পেরেছেন । খেলার বয়স যখন ৬৫ মিনিট তখন তুলে নেওয়া হয়েছিল রোনালদোকে। জর্জিয়ার বিপক্ষে তিনিই পর্তুগালের ট্রাজিক নায়ক।