খেলা

অস্ট্রেলিয়ায় সিরিজ হেরেই গম্ভীরকে তোপ গাভাসকরের

Gavaskar slams Gambhir after losing series in Australia

Truth Of Bengal : চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে একপ্রকার ভারতকে দুরমুশ করে সিরিজ জয় করে নিল অস্ট্রেলিয়া। অ্যাডিলেড, মেলবোর্নের পর সিডনিতেও ধরাশায়ী হল রোহিত বাহিনী। এই জয়ের সঙ্গে সঙ্গে দীর্ঘ ১০ বছর পর আবার ঘরের মাঠে ভারতকে হারিয়ে সিরিজ জয় করল অস্ট্রেলিয়া। সিডনির ম্যাচে হারের পরই ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের সমালোচনায় মুখর হয়ে উঠলেন প্রাক্তন জাতীয় অধিনায়ক সুনীল গাভাসকর।

অস্ট্রেলিয়ার কাছে এইভাবে সিরিজ হারের জন্য অনেকেই যখন ক্রিকেটারদের কাঠগড়ায় তুলছেন, তখন সেই পথে হাঁটলেন না সানি। তিনি জানান, ‘সব দোষ ক্রিকেটারদের দিয়ে লাভ নেই। দলের প্রধান কোচ গৌতম গম্ভীর ও তাঁর সহকারীরাও এই হারের জন্য দায়ী। ব্যাটিং অর্ডারে পরিবর্তন করার আগে দলের কোচকে পরিবর্তন করা দরকার।’

এই প্রসঙ্গে যুক্তি দিয়ে সানি বলেন, ‘বিগত বেশ কয়েক মাস ধরেই টেস্টে ভারতের পারফরম্যান্স পাতে দেওয়ার মত নয়। একমাত্র বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতা ছাড়া আর জয় নেই ভারতের। এমনকি নিজেদের ঘরের মাঠেও নিউজিল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে। গম্ভীরের কোচিংয়ে ১০টি টেস্টের মধ্যে ৬টি টেস্টে হারতে হয়েছে ভারতকে। এটা অত্যন্ত লজ্জার।’

পাশাপাশি গৌতিকে কাঠগড়ায় তুলে গাভাসকর প্রশ্ন তোলেন, রাহুল দ্রাবিড় দায়িত্ব ছাড়ার পর গম্ভীর বেশ কয়েকমাস হল দায়িত্ব নিয়েছেন। এই কয়মাসে ভারতীয় দলের কি উন্নতি হয়েছে সেটা সবার আগে দেখা দরকার। পাশাপাশি দেখতে হবে কোচেরা তাঁদের দায়িত্ব ঠিকমত পালন করছেন কি না। এখানেই থেমে না থাকে সানি আরও বলেন, কোচেরা কি করছেন আমার বোধগম্য হচ্ছে না। কিউয়িদের কাছে ঘরের মাঠে যেভাবে হারতে হল আমাদের, তখনই বোঝা গিয়েছিল ভারতীয় দলের ব্যাটারদের কী হাল! অস্ট্রেলিয়া গিয়ে সেই হাল আরও বেহাল হল। অথচ কোচেদের ভূমিকা নিয়ে কেউ কোনও কথা বলছেন না। খেলোয়াড়দের মতো নির্বাচকদের কোচদের পারফরম্যান্সও দেখা উচিত।

অস্ট্রেলিয়াতে রোহিতদের দলের ব্যাটিং লাইন আপ নিয়ে যে পরীক্ষা-নীরীক্ষা হয়েছিল, তা দলের ক্ষতি করেছে। এই প্রসঙ্গে প্রাক্তন জাতীয় ক্রিকেটার বলেন, ‘জাতীয় দলের বর্তমান কোচেরা শুধুমাত্র দলের ব্যাটিং লাইনআপের পরিবর্তনই করে গিয়েছেন, অস্ট্রেলিয়ার বোলারদের কিভাবে সামলাতে হবে তা একবারও ব্যাটারদের বুঝিয়েছেন কি না তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে।’ সুতরাং শুধু ব্যাটারদের কেন দোষ দেওয়া হবে। কোচেদের কাছেও তাঁর পুঙ্খানুপুঙ্ঘ জবাব চাওয়ার দরকার আছে বলেই মন্তব্য করেন গাভাসকর।

Related Articles