খেলা

রোহিতের পর যশস্বীকেই নতুন অধিনায়ক চান গম্ভীর

Gambhir wants Yasswi as the new captain after Rohit

Truth Of Bengal : সম্প্রতী শেষ হয়েছে বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ টেস্টের সিরিজ। সেই টেস্টে অজিদের কাছে ধরাশায়ী হয়েছে ভারত। তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছেও সিরিজ হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। পর পর ধারবাহিকভাবে টেস্টে ব্যর্থ হওয়ার আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসর থেকে কার্যত ছিটকে গিয়েছে মেন-ইন-ব্লুজরা। এরপরই দলের এই হতাশাজনক পারফরম্যান্স নিয়ে মুম্বইতে বৈঠকে বসেন বোর্ডের কর্তারা। সূত্রের খবর, সেই বৈঠকে উপস্থিত দলের কোচ গৌতম গম্ভীর, অজিত আগরকর এবং অধিনায়ক রোহিত শর্মা।

বিশেষ সূত্রের খবর, সেই বৈঠকেই দলের হতাশাজনক পারফরম্যান্স নিয়ে কর্তাদের সঙ্গে বৈঠকেই রোহিত নাকি জানান, ‘যতদিন না পর্যন্ত দলের পরবর্তী অধিনায়ক নির্বাচিত হচ্ছেন, ততদিন পর্যন্ত তিনি অধিনায়কের দায়িত্ব পালন করবেন। এবং বোর্ড যাঁকে তাঁর পরবর্তী উত্তরসূরী হিসাবে বেছে নেবেন, তাঁকে তিনি পূর্ণ সমর্থন করবেন।’

তবে চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারত পরবর্তী সিরিজ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। সেই সিরিজ অবধি রোহিত অপেক্ষা করবেন, নাকি তার আগেই সরে দাঁড়াবেন। সেটা চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই হয়তো বোর্ডের কর্তারা সিদ্ধান্ত নেবেন।

সংবাদমাধ্যম সূত্রে খবর, রোহিতের পরবর্তী অধিনায়ক হিসাবে লাল বলের ক্রিকেটে বুমরার দিকে অবশ্যই পাল্লা ভারী রয়েছে। কেননা, নির্বাচকরা ভাবছেন, পেস বোলিংয়ের অত্যাধিক চাপের পাশাপাশি অধিনায়ক হিসাবে গুরু দায়িত্ব বুমরা কতটা সামাল দিতে পারবেন সেটাও একটা প্রশ্ন। সেক্ষেত্রে বুমরার পর পন্থের দিকেই অধিনায়ক হওয়ার পাল্লা ভারী থাকলেও, বেঁকে বসেছেন কোচ গৌতম গম্ভীর। তিনি নাকি অধিনায়ক হিসাবে যশস্বীর নাম প্রস্তাব করেছেন। এখনও এই বিষয়ে বোর্ড কিছু সিদ্ধান্ত গ্রহণ না করলেও, রোহিতের পরবর্তী যোগ্য উত্তরসূরি খোঁজার কাজ যে এখন থেকেই শুরু করে দিয়েছেন নির্বাচকরা তা আর বলার অপেক্ষা রাখে না।

 

Related Articles