বিশ্বকাপ জেতার পর পরই আইসিসির প্রথম একাদশে চার ভারতীয়
Four Indians in the ICC's first XI after winning the World Cup

Truth Of Bengal : রবিবার কুয়ালালামপুরে অনুর্ধ্ব-১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দূরন্ত জয় পেয়েছিল ভারত। ফাইনালে ৯ উইকেটে ভারতীয় দল হারিয়েছি দক্ষিণ আফ্রিকাকে। এই ম্যাচের পরই সোমবার অনুর্ধ্ব-১৯ টি টোয়েন্টি বিশ্ব একাদশে জায়গা পাওয়া খেলোয়াড়দের নাম ঘোষণা করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সেই একাদশে স্থান পেয়েছেন চারজন ভারতীয় ক্রিকেটার। এঁরা হলেন গোঙ্গাদি তৃষা, জি. কমলীনী, আয়ুশী শুক্লা ও বৈষ্ণবী শর্মা।
প্রসঙ্গত, ২০২৫ সালের অনুর্ধ্ব-১৯ মহিলাদের টি-টোয়েন্ট বিশ্বকাপে ধারাবাহিকভাবে দারুণ ছন্দে ছিল টিম ইন্ডিয়া। এবং অপরাজিত থেকেই টুর্নামেন্টের খেতাব জয় করে মেন-ইন-ব্লুজরা। এই খেতাব জয়ের সঙ্গে সঙ্গেই দুইবার খেতাব জয়ের স্বাদ পেল নিকি প্রসাদের দল। চলতি বছরের এই টুর্নামেন্টে ভারতীয় দলের অনেকের ওপর নজর থাকলেও শেষ পর্যন্ত এই দলে বেছে নেওয়া হয়েছে মাত্র চারজন ভারতীয় খেলোয়াড়কে।
এই দলে চার ভারতীয় ছাড়া বাকিরা হলেন, জিমা বোথা (দক্ষিণ আফ্রিকা), ডাভিনা পেরিন (ইংল্যান্ড), কাওইমে ব্রে (অস্ট্রেলিয়া), পূজা মাহাত (নেপাল), কায়লা রেইনকে (অধিনায়ক, দক্ষিণ আফ্রিকা), কটি জোন্স (উইকেটরক্ষক, ইংল্যান্ড), নাথাবেইসেং নিনি (দক্ষিণ আফ্রিকা) ।