আইপিএল-এ ফের ম্যাচ গড়াপেটার অভিযোগ প্রাক্তন পাক ক্রিকেটারের
Former Pakistani cricketer alleges match-fixing again in IPL

Truth Of Bengal: চলতি বছরের আইপিএল এখন মধ্য গগণে। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম সংস্করণ। সেই টুর্নামেন্টে ফের ম্যাচ গড়াপেটার অভিযোগ তুললেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার জুনেইদ খান। এবং ম্যাচ গড়াপেটার সত্যতা প্রমাণের জন্য তিনি একটি ভিডিও পোস্ট করেছেন বলে জানা গিয়েছে সংবাদমাধ্যম সূত্রে।
জুনেইদ যে ভিডিওটি পোস্ট করেছেন, তাতে তিনি বুধবার মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের একটি ক্লিপিংস তুলে ধরেছেন। যেখানে দেখা যাচ্ছে, মুম্বই বোলার দীপক চাহারের একটি বলে শট খেলতে গেলে সেই বল ইশানের ব্যাট এবং গ্লাভসের খুব কাছ দিয়ে বেরিয়ে উইকেটরক্ষক রিকেলটনের হাতে জমা পড়ে।
এই সময় বোলার বা উইকেটরক্ষক কেউই আম্পায়ারের কাছে জোরাল আবেদন জানায়নি। ফলে আম্পায়ারও দ্বিধাগ্রস্ত ছিলেন আউটের আঙুল তুলবেন কি না তা নিয়ে। বোলার চাহারও তাঁর পরবর্তী বলের জন্য তৈরি হতে যাচ্ছিলেন। আচমকাই তাঁর নজরে আসে আম্পায়ার ইশানের বিরুদ্ধে আউটের সিদ্ধান্ত দিয়েছেন। তবে আম্পায়ারের এই সিদ্ধান্ত জানানোর আগেই ক্রিজ ছেড়ে সাজঘরের দিকে পা বাড়ান ইশান। যা একেবারেই ভালভাবে নেননি জুনেইদ। সোশ্যাল মিডিয়ায় এই ভিডোও পোস্ট করে তাঁর ক্যাপাশনে প্রাক্তন পাক ক্রিকেটার লেখেন, ‘কিছু নিশ্চয়ই গণ্ডগোল আছে।’
এদিকে আইপিএল-এ ম্যাচ গড়াপেটা নিয়ে অভিযোগ এই প্রথম নয়। জুনেইদ-র আগে এই টুর্নামেন্টে ম্যাচ গড়াপেটার অভিযোগ তুলেছিলেন রাজস্থান ক্রিকেট সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানী। তাঁর অভিযোগের আঙুল ছিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। তিনি বলেছিলেন, ‘লখনউয়ের বিপক্ষে ম্যাচে রাজস্থানকে জয় পেতে গেলে ৬ বলে ৯ রান করতে হত। কিন্তু তা পারেনি রাজস্থান। এমন নয় যে সব উইকেট পড়ে গিয়েছিল। দলের নামকরা ব্যাটাররা সেই সময় ক্রিজে ছিলেন। তা সত্ত্বেও ম্যাচটাতে হারতে হয় রাজস্থানকে। যা একটা শিশুর কাছেও আশ্চর্য লাগে। সুতরাং ম্যাচে গড়াপেটা হয়েছে এটা পরিষ্কার।’