হাসপাতালে ভর্তি প্রাক্তন জাতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি
Former national cricketer Vinod Kambli admitted to hospital

Truth Of Bengal: হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি। সূত্রের খবর, কাম্বলির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে থানের একটি বে-সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই আপাতত তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন কাম্বলি। সেই কারণে খুব একটা বাড়ির বাইরে দেখা যেত না তাঁকে। তবে কিছুদিন আগে প্রয়াত রামাকান্ত আচরেকরের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে উপস্থিত ছিলেন তাঁর বাল্যবন্ধু শচীন তেন্ডুলকরও। সেই অনুষ্ঠানেই দেখা গিয়েছিল একদা প্রিয় বন্ধুর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলেন শচীন।
এদিকে যেহেতু কাম্বলির অর্থনৈতিক অবস্থা খুব একটা ভাল নয়, সেই কারণে তাঁকে আর্থিক সাহায্য দিতে রাজি হয়েছিলেন দুই প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর ও কপিল দেব। তবে তাঁরা আর্থিক সাহায্য করতে রাজি হওয়ার পাশাপাশি দিয়েছিলেন একটি শর্তও। সেই শর্ততে তাঁরা উল্লেখ করেছিলেন কাম্বলিকে সুস্থ হতে রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি হতে হবে। তবেই তাঁরা সাহায্য করবেন।
উল্লেখ্য, এর আগেও কাম্বলি হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত এক মাস আগে। সেবার মূত্রের সমস্যা দেখা দিয়েছিল তাঁর।