পুরস্কারের মঞ্চে নেই আয়োজক দেশের প্রতিনিধি, হতবাক প্রাক্তন ক্রিকেটার
Former cricketer shocked by lack of host country representative on awards stage

Truth Of Bengal: চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ ছিল পাকিস্তান। অথচ রবিবার দুবাইয়ের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন না কোনও পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও প্রতিনিধি। ফলে দুই দলকেই পুরস্কার দিলেন বিসিসিআই-র সভাপতি রজার বিনি ও আইসিসির চেয়ারম্যান জয় শাহ। নিজের দেশের ক্রিকেট কর্তাদের এমন আচরণে হতবাক প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব আখতার।
খেলা শেষে যখন পুরস্কার মঞ্চে একে একে বিশেষ অতিথিরা উপস্থিত হচ্ছিলেন, ঠিক সেই সময় দেখা যায় পাকিস্তানের কোনও প্রতিনিধি সেখানে উপস্থিত নেই। সেই মঞ্চে উপস্থিত ছিলেন রজার বিনি ও জয় শাহের পাশাপাশি, বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া এবং প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ-ও।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফির বিজয়ী দলের প্রত্যেক সদস্যকে ব্লেজার পরানো হয়। ভারতীয় ক্রিকেটারদের সেই ব্লেজার পরিয়ে দেন ভারতী ক্রিকেটের বোর্ড সভাপতি রজার বিনি। এবং রোহিতদের হাতে ট্রফি তুলে দেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। গোটা টুর্নামেন্টের আয়োজক দেশ যে পাকিস্তান, তা দেখে বোঝার উপায় ছিল না।
এরপরই নিজের দেশের ক্রিকেট কর্তাদের এইরকম আচরণ দেখে যথেষ্ট বিরক্ত ও অসন্তুষ্ট হয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। এক ভিডিও বার্তার মাধ্যমে নিজের ক্ষোভ উগড়ে দিয়ে শোয়েব জানান, ‘রোহিতরা চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছে। পুরো টিম ইন্ডিয়াকে আমার তরফ থেকে অভিনন্দন জানাই। অথচ এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও প্রতিনিধিকে সেই মঞ্চে দেখতে না পেয়ে আমি যথেষ্ট হতাশ। এটা কিছুতেই মেনে নিতে পারছি না। ভাবলেই আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে।’
উল্লেখ্য, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ ছিল পাকিস্তান। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত প্রথম থেকেই দাবি করেছিল, তারা পাকিস্তানে ক্রিকেটারদের পাঠাবে না। কোনও নিরেপক্ষ ভেন্যুতে ভারতের ম্যাচগুলি দেওয়া হোক। শেষ পর্যন্ত অনেক কাঠখোড় পুড়িয়ে সেই দাবি মেনে হাইব্রিড মডেল পদ্ধিতেতে ভারতের খেলাগুলি দুবাইয়ের মাঠে দেওয়া হয়েছিল। কিন্তু তাই বলে ফাইনাল ম্যাচে কেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনও প্রতিনিধি উপস্থিত থাকলেন না, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের অন্দর মহলে।