খেলা

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদে সরব ফুটবল মহলও

Football community also voices protest against the terrorist attack in Pahalgaon

Truth Of Bengal: মঙ্গলবার একটি নিষিদ্ধ জঙ্গী সংগঠনের হামলায় ফের রক্তাক্ত হয়ে উঠেছিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁও। জঙ্গিদের বুলেট কেড়ে নিয়েছিল প্রায় ২৮ জন নিরীহ পর্যটক। ক্রীড়া জগতও এই জঘন্য ঘটনার তীব্র নিন্দায় সরব হয়েছে। ক্রিকেটারদের পাশাপাশি এই নৃশংস জঙ্গী হামলার নিন্দায় সরব হয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দেশের ফুটবলার ও ক্লাবগুলিও।

বুধবার আইপিএল-এর ম্যাচে আতসবাজি, আলোর প্রদর্শন, এমনকি চিয়ারলিডারদের দেখা যাবে না বলে আগেই জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। এবার দেশের সেরা ফুটবল ক্লাবগুলির পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা কর্মসূচি। বুধবার কলিঙ্গ সুপার কাপে প্রথম ম্যাচ খেলতে নামছে বেঙ্গালুরু এফসি। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইন্টার কাশি। এই ম্যাচের আগে বেঙ্গালুরু এফসি-র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হবে। এমনকি তাঁদের খেলোয়াড়রা এই জঘন্য ঘটনার প্রতিবাদ জানাতে হাতে কালো আর্মব্যান্ড পড়ে মাঠে নামবেন।

বেঙ্গালুরুর মতো এই জঘন্য ঘটনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিবাদে মুখর হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টও। সবুজ-মেরুনের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘পহেলগাঁও-র পর্যটন এলাকা বৈসরন-এ জঙ্গিদের গুলিতে নিহতদের সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা। যেখানেই থাকুন তাঁরা যেন ভাল থাকুন। নিহতদের পরিবারের প্রতি রইল আমাদের গভীর সমবেদনা। আর যাঁরা এই ঘটনায় আহত হয়েছেন, তাঁরা যেন অতি দ্রুত আরোগ্য লাভ করেন।’

ওড়িশা এফসি-র পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে লেখা হয়েছে, ‘জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে যে কাপুরোষিত হামলা চালিয়েছে জঙ্গিরা, আমরা সেই ঘঠনার তীব্র নিন্দা করছি। এই জঘন্য ঘটনা যাদের প্রাণ কেড়ে নিয়েছে, তাঁদের প্রতি রইল আমাদের শ্রদ্ধা। নিহতদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই।’ এছাড়া প্রতিবাদ জানানো হয়েছে কেরল ব্লাস্টার্স, মুম্বই সিটি এফসি এবং জামশেদপুর এফসির পক্ষ থেকেও।

Related Articles