অবশেষে মরশুমের শেষ ম্যাচে পরাজয় স্বীকার করতে হল অপ্রতিরোধ্য বাগান বাহিনীকে
Finally, in the last match of the season, the overwhelming Bagan army had to admit defeat

The Truth of Bengal : শেষ লড়াইতেই মাত হল মেরিনার্সরা। আইএসএল কাপ হাতছাড়া সবুজ মেরুনের। ফাইনালে মুম্বাই এফসির কাছে মোহনবাগান সুপারজায়েন্ট মাথা নোয়ালো ১-৩ গোলে। ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ হলেও কোটি কোটি সবুজ মেরুন সমর্থক গাইতে পারেন সাফল্যের জয়গান। গত এক দশকে মোহনবাগানের ইতিহাস সাফল্যে মোরা। পরিসংখ্যান বলছে এই মুহূর্তে ভারতের সেরা ক্লাব মোহনবাগান।
গত ১০ বছরে মোহনবাগান তাবুতে ঢুকেছে দুটি আই লিগ একটা আইএসএল লিগ শিল্ড এবং একটি আইএসএল কাপ। একই সঙ্গে জয়ের শিরোপা উঠেছে ফেড কাপ থেকে ডুরান্ড কাপে। সাফল্যের শুরুটা হয়েছিল ২০১৫ ৩১শে মে আই লিগ জয় থেকে। বেঙ্গালুরুতে সেদিন সাফল্যের মুখ দেখেছিল সবুজ মেরুন শিবির। কোচ সঞ্জয় সেনের নেতৃত্বে জয়ের সাফল্য অব্যাহত ছিল পরের মরশুমেও । সেবার আই লিগ জয় না হলেও সবুজ মেরুন সাফল্য পেয়েছিল ফেড কাপে। দেশের সেরা খেতাব জেতে মোহনবাগান। মাঝের কটা বছর সেভাবে সাফল্য আসে নি মোহনবাগান শিবিরে।
২০১৬-১৭ তে অল্পের জন্য আই লিগ খেতাব হাতছাড়া হয়। ২০১৯ পর্যন্ত সেভাবে সাফল্য দেখেনি ক্লাবটি। সে সময় টানা লীগ জিত ছিল ইস্টবেঙ্গল। শংকরলাল চক্রবর্তীর মোহনবাগান ঘরোয়া লীগে অবসান ঘটায় লাল হলুদের দাপট। পরের বছর মোহনবাগানের দ্বিতীয় আই লিগ জয়। এরপর কর্পোরেটের হাত ধরে আই এস এল এ নামে সবুজ মেরুন। প্রথম মরশুমে চ্যাম্পিয়নের খেতাব জয় না হলেও ২০২৩ এ আই এস এল এর শিরোপা নিয়ে আসে সবুজ মেরুন। আই এস এল লীগ শিল্ড জয়ের আফসোস মোহনবাগান মিটিয়েছে চলতি মরশুমে। তবে আইএসএল কাপ জিতে চলতি মরশুমে ত্রি মুকুট জিতে নেওয়ার স্বপ্নপূরণ হলো না মোহনবাগানের। তবে গত এক দশকে মোহনবাগানের ধারাবাহিকতা সবুজ মেরুন সমর্থকদের কাছে খুবই গর্বের।