খেলা

দুরন্ত পদক্ষেপ ফিফার, আফগান নারী শরনার্থী ফুটবল দল গঠনের অনুমোদন

FIFA approves formation of Afghan women's refugee football team in dramatic move

Truth of Bengal: আফগান নারী ফুটবল দল গঠনের অনুমোদন দিল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আফগানিস্তানে তালিবান শাসনের পর থেকেই মহিলাদের ওপর জারি হয়েছিল নানা ফতেয়া। তার মধ্যে খেলাধুলো ছিল অন্যতম। সে ফুটবল হোক বা ক্রিকেট, সবেতেই জারি এই নির্দেশ। ফলে আফগানিস্তানের মহিলা খেলোয়াড়রা এখন আশ্রয় নিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে। এবার আফগান মহিলা দলের পাশে দাঁড়াল ফিফা।

সংবাদমাধ্যম সূত্রে শুক্রবার ফিফার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বিদেশে আফগান মহিলা শরনার্থী ফুটবলাদের নিয়ে দল গঠনের অনুমতি দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ফিফা সূত্রে খবর, আপাতত এক বছরের জন্য পরীক্ষামূলকভাবে দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এই বিষয়ে ফিফার বর্তমান প্রেসিডেন্ট ইয়ান্নি ইনফান্তিনো সংবাদমাধ্যমকে জানান, ‘এটা ফুটবলের ক্ষেত্রে একটা মাইলফলক বলা চলে। ফিফা চায়, প্রতিটি মহিলা-ই ফুটবল খেলুক। এবং সেই দায়িত্ব পালনে ফিফা প্রতিজ্ঞাবদ্ধ।’ এর পাশাপাশি ফিফার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী ২০৩১ সালের মহিলা বিশ্বকাপে ৩২টি দলের পরিবর্তে ৪৮টি দলের করা হবে। ফিফা কাউন্সিলের নির্বাচনে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই দল বৃদ্ধির ফলে মোট ১২টি গ্রুপ থাকার পাশাপাশি থাকবে অতিরিক্ত ৪০টি ম্যাচ। এবং টুর্নামেন্টের মেয়াদ এক সপ্তাহ বৃদ্ধি পাবে বলেও জানা গিয়েছে।

Related Articles