খেলা

ছেলে ট্রিস্টানের হকি থেকে ক্রিকেটার হয়ে ওঠার গল্প শোনালেন বাবা পল

Father Paul tells the story of his son Tristan's transition from hockey to cricket

Truth Of Bengal: জন্মের পর থেকেই যখন তাঁর জ্ঞান হয়েছে, তখন থেকেই হকির স্টিকের সঙ্গে ট্রিস্টান স্টাবসের আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। হওয়াটাই স্বাভাবিক। কেননা স্টাবসের বাবা ক্রিস স্টাবস ছিলেন দক্ষিণ আফ্রিকার একজন খেলোয়াড়। তবে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ না পেলেও প্রাদেশিক স্তরে যথেষ্ট নাম ছিল তাঁর। তাই বাবাকে দেখেই বড় হকি খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখেছিলেন ট্রিস্টান। কিন্তু সেই স্বপ্ন ট্রিস্টানের সফল হয়নি। কিন্তু ট্রিস্টান এখন হকির জগতে নয়, ক্রিকেটার হিসাবে নিজেকে গড়ে তুলেছেন।

তবে ছেলে ট্রিস্টানের হকি ছেড়ে ক্রিকেট বেছে নেওয়ার ক্ষেত্রে তাঁর বাবা ক্রিস কখনও আপত্তি করেননি। ক্রিস হয়তো ভেবেছিলেন, ভাল খেলোয়াড় এবং যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁকে জাতীয় দলের হয়ে খেলতে এবং অর্থ রোজগার করতে যে কঠিন পরিশ্রম ও সংগ্রাম করতে হয়েছে, তা যেন তাঁর পুত্র ট্রিস্টানকে করতে না হয়। সেই কারণের জন্যই যখন কৈশোর বয়সে হকি ছেড়ে ক্রিকেটের প্রতি ট্রিস্টানের উৎসাহকে নিরুৎসাহ করেননি তিনি।

ট্রিস্টান এই মুহূর্তে ব্যস্ত ক্রিকেটের মেগা ইভেন্ট আইপিএল খেলতে। অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড় তিনি। আর ছেলের খেলা দেখতেই বর্তমানে ভারতে রয়েছেন ট্রিস্টানের বাবা। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের খেলার পাশাপাশি ছেলের কথাও শোনালেন ক্রিস।

তিনি বলেন, ‘আমি জাতীয় দলের হয়ে খেলতে পারিনি ঠিক কথাই। কিন্তু ভারতীয় হকি দল একবার দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল। সেই সময় এক প্রদর্শনী ম্যাচে আমি ভারতের বিপক্ষে খেলি। সেটাই আমার খেলোয়াড় জীবনের সেরা মাইলফলক।’

এবার ছেলে কি করে হকি থেকে ক্রিকেটার হয়ে উঠলেন, সেই সম্বন্ধে বলতে গিয়ে ক্রিস বলেন, ‘ছোটবেলা থেকেই আমিও চেয়েছিলাম আমার ছেলে হকি খেলেই পরিচিত পাক। হকি স্টিকের মাধ্যমে জাদু দেখাক। কিন্তু সেটা হয়নি ঠিক কথাই। হকি স্টিকের বদলে ও এখন হাতে ক্রিকেট ব্যাট তুলে নিয়েছে। এটাও আমার কাছে কম আনন্দের নয়। এই মুহূর্তে ট্রিস্টান ব্যাট সারা বিশ্বের বোলারদের কাছে আতঙ্কের। সত্যিই আমি আনন্দিত ছেলের এই ক্যারিশ্মায়। তবে ছোট থেকে হকি খেলার কারণে ক্রিকেটের অনেক শট যে ট্রিস্টান এখন ক্রিকেট ব্যাট হাতে অবলীলায় খেলতে পারছে।’

এ ক্ষেত্রে হকি ওকে অনেক সাহায্য করেছে। তবে এখানেই থেমে নয়, ট্রিস্টানকে সাফল্যের আরও উঁচুতে দেখতে চান ক্রিস। ট্রিস্টান বর্তমানে জাতীয় দলের হয়ে তিন ফর্ম্যাটের ক্রিকেটে মোট ৪৪টি ম্যাচ খেলেছেন। আইপিএল-এর আসরে দিল্লির হয়ে ৫টি ম্যাচ খেললেও মোট রান করেছেন ১১৮। তবে ছেলের আরও ভাল পারফরম্যান্স দেখার জন্যই এখন পথ চেয়ে বসে আছেন বাবা ক্রিস।

Related Articles