Truth Of Bengal: ১২ বছরে ঘরের মাঠে টানা ১৮টি টেস্ট সিরিজ জয়ের পর হারতে হল ভারতকে। পুণে টেস্টে তিন দিনেই রোহিত শর্মার দলকে ১১৩ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ইতিহাস গড়েছে নিউজিল্যান্ড। ৬৯ বছরে ১৩ বারের চেষ্টায় প্রথমবারের মতো ভারতে এসে টেস্ট সিরিজ জিতল কিউয়িরা।
নিউজিল্যান্ডের ইতিহাস গড়ার অবিসংবাদিত নায়ক মিচেল স্যান্টনার। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া এই বাঁহাতি স্পিনার শনিবার দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। তাতেও একটা রেকর্ড হয়ে গিয়েছে। টেস্টে এই প্রথম ভারতের বিপক্ষে ম্যাচের দুই ইনিংসেই কমপক্ষে ৫ উইকেট পেলেন নিউজিল্যান্ডের কোনও বোলার।
৩৫৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ভারত দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে গিয়েছে ২৪৫ রানে। রবীন্দ্র জাদেজা এজাজ প্যাটেলকে ছক্বা মারতে গিয়ে লং অনেক টিম সাউদির হাতে ক্যাচ দিতেই ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের উৎসবে মেতে উঠেছে নিউজিল্যান্ড।
এর আগে ৫ উইকেটে ১৯৮ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে অলআউট ২৫৫ রানে। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া ভারতীয় অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর এবার পেয়েছেন ৪ উইকেট। তবে তৃতীয় দিন নিউজিল্যান্ডের ইনিংস দ্রুত ভাঙেন অশ্বিন ও জাদেজা।
রান তাড়ায় ভারতের শুরুটা খারাপ ছিল না। ষষ্ঠ ওভারে অধিনায়ক রোহিত শর্মা (৮) যখন স্যান্টনারের প্রথম শিকার হলেন, ভারতের রান তখন ৩৪। এরপর আক্রমণাত্মক ব্যাটিংয়ে শুভমন গিলকে নিয়ে ৬২ রানের জুটি গড়েন যশম্বী জয়সওয়াল। গিলকে আউট করে জুটি ভাঙার পর স্যান্টনার যখন জয়সওয়ালকেও ফিরিয়ে ম্যাচে নিজের দশম উইকেট পেলেন, ভারতের স্কোর ৩ উইকেটে ১২৭। ৬৫ বলে ৭৭ রান করা ভারতীয় ওপেনার মেরেছেন ৯টি চার ও ৩টি ছক্কা। ৪১ বলে ৫০ ছুঁয়ে টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের দ্রুততম ফিফটির রেকর্ডও গড়েছেন যশস্বী। সঙ্গে এক বছরে ভারতের মাটিতে টেস্টে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও।
পরের ওভারে অসম্ভব একটি সিঙ্গেল নিতে গিয়ে রানআউট হয়ে স্কোরটাকে ১২৭/৪ বানিয়ে দেন ঋষভ পন্থ। ভারত চা–বিরতির আগেই হারিয়ে ফেলে আরও ৩ উইকেট। ফিরে যান বিরাট কোহলি, সরফরাজ খান ও ওয়াশিংটন সুন্দর। ৭ উইকেটে ১৭৮ রান নিয়ে চা–বিরতিতে যাওয়া ভারত এরপর ব্যবধান কমিয়েছে জাদেজার ব্যাটে। শেষ ব্যাটসম্যান হিসাবে ফেরার আগে ৪২ রান করেছেন এই অলরাউন্ডার।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড- ২৫৯ ও ৬৯.৪ ওভারে ২৫৫ (ল্যাথাম ৮৬, ফিলিপস ৪১, ব্লান্ডেল ৪১, ইয়াং ২৩, সুন্দর ৪/৫৬, জাদেজা ৩/৭২, অশ্বিন ২/৯৭)।
ভারত- ১৫৬ ও ৬০.২ ওভারে ২৪৫ (জয়সওয়াল ৭৭, জাদেজা ৪২, গিল ২৩, সুন্দর ২১, স্যান্টনার ৬/১০৪, প্যাটেল ২/৪৩, ফিলিপস ১/৬০)।
ফল- নিউজিল্যান্ড ১১৩ রানে জয়ী।
সিরিজ- ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–০ ব্যবধানে এগিয়ে।
ম্যান অব দ্য ম্যাচ- মিচেল স্যান্টনার