পাকিস্তান ক্রিকেট বোর্ডে এবার চরম দ্বন্দ্ব
Extreme conflict in Pakistan Cricket Board this time

The Truth Of Bengal: ভারতীয় ক্রিকেট বোর্ডের মতো এবার ফের দ্বন্দ্ব পাকিস্তান ক্রিকেট বোর্ডে । এক দিনের বিশ্বকাপ এর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক হিসেবে আফ্রিদিকে পদটি দেওয়া হয়। কিন্তু পরের টি-টোয়েন্টি সিরিজ থেকে সরিয়ে দেওয়া হতে পারে তাকে, পিসিবির এই সিদ্ধান্তকে সঠিকচোখে দেখতে নারাজ শাদাব।
পাকিস্তানের অধিনায়ক শাহিন আফ্রিদিকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে বেশকিছু দিন ধরেই চলছে একাধিক জল্পনা। এক দিনের বিশ্বকাপ এর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক হিসেবে আফ্রিদিকে পদটি দেওয়া হয়। কিন্তু পরের টি-টোয়েন্টি সিরিজ থেকে সরিয়ে দেওয়া হতে পারে তাকে, পিসিবির এই সিদ্ধান্তকে সঠিকচোখে দেখতে নারাজ শাদাব। শাদাবের মতে আফ্রিদিকে নেতৃত্ব দেওয়া হলেও যথেষ্ট সময় তাঁকে দেওয়া হয় নি। তাই তিনি এই সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান করছেন। মনে করা হচ্ছে যে, আফ্রিদির অধিনায়ক হওয়ার পরেই নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম সিরিজে ১-৪ ব্যবধানে হারাতেই এই সিদ্ধান্ত নিচ্ছে পিসিবি। প্রশ্ন তোলা হয় তাঁর পারফরম্যান্সের ওপর। অধিনায়কের ওপর যে পিসিবির নতুন চেয়ারম্যান খুশি নয় তাও ক্রমশ স্পষ্ট হতে থাকে সময় বাড়ার সঙ্গে সঙ্গে। এবং তাঁর জন্যই টি-টোয়েন্টির বিশ্বকাপ এর আগেই আফ্রিদিকে তার পদ থেকে সড়িয়ে দেওয়া হতৈ পারে বলে সূত্রের খবর। যা একেবারেই যুক্তিহীন বলে মনে করছেন শাদাব।
অনেকেই ঘটনাটির সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও রোহিত শর্মার মতবিরোধ এর ঘটনাটিকে তুলনা করেছেন। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল থেকে সরিয়ে দেওয়ার কথা প্রকাশ্যে আসতেই রোহিত শর্মার বক্তব্য সামনে আসে। এবং সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি পাকিস্তান ক্রিকেট বোর্ডে হতে দেখে আফ্রিদির অধিনায়ক এর জন্য এগিয়ে আসছেন শাদাব। তার দাবি, কাউকে দলের নেতৃত্বে বা অধিনায়ক পদে রাখা হলে তাকে পর্যাপ্ত সময় দিতে হবে। এবং রাতারাতি এর পরিবর্তন বা সবটা বদলে ফেলা কখনোই সম্ভব নয়।